1/6
![](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2020/08/25/271108-shovan6.jpg)
2/6
![](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2020/08/25/271107-shovan5.jpg)
photos
TRENDING NOW
3/6
![](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2020/08/25/271106-shovan4.jpg)
জানা গিয়েছে, রত্না চ্যাটার্জিকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে, অথচ রত্না চ্যাটর্জি জানেন না। বিগত দিনে দেখা গিয়েছে, তৃণমূল কংগ্রেস পার্টিগতভাবে যখন কাউকে দায়িত্ব দিয়েছে বা দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে সেটা দলের তরফ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে। কিন্তু রত্না চ্যাটার্জিকে সরিয়ে দেওয়ার কোন খবর দলের তরফ থেকে সরকারিভাবে জানানো হয়নি।
4/6
![](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2020/08/25/271105-shovan3.jpg)
এই প্রসঙ্গে রত্না চ্যাটার্জি বলেন, "আমি মিডিয়াতে এই খবর দেখার পর দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করি। কিন্তু তাঁরা আমাকে কোনও কথা না শুনে কাজ চালিয়ে যাওয়ার নির্দেশ দেন। আমার মনে হয় এটা দলের একাংশের তৈরি করা গুজব। আমি আজও ওয়ার্ডে দলের নির্দেশ মতো কাজ করেছি। যে রকম কাজ করছিলাম সেইরকম কাজ আমি করে যাব।"
5/6
![](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2020/08/25/271104-shovan2.jpg)
6/6
![](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2020/08/25/271103-shovan1.jpg)
রাজনৈতিক মহলের দাবি এটাই শোভনের দলের ফেরার সম্ভাবনায় জল ঢেলে দিয়েছে।পাশাপাশি তৃণমূল কংগ্রেসের বেশ কিছু নেতা চাইছেন, শোভনের মতো পুরনো এবং অভিজ্ঞ নেতা দলে ফিরে আসুক । কিন্তু কোনও শর্তসাপেক্ষে তাঁকে দলে নিতে রাজি নয় দলের অনেকেই। শোনা গিয়েছে, তৃণমূলে ফেরার ক্ষেত্রে শোভনের অন্যতম শর্ত ছিল রত্নাকে দায়িত্ব থেকে সরিয়ে দিতে হবে। যাইহোক, শোভনের ঘর ওয়াপসি আপাতত বিশ বাঁও জলে ।
photos