উপমুখ্যমন্ত্রীর পদে নেই, সুশীল মোদীকে এবার রাজ্যসভায় পাঠাচ্ছে এনডিএ

Dec 02, 2020, 13:56 PM IST
1/5

নীতীশ কুমার পরপর চতুর্থবার মুখ্যমন্ত্রী হলেও বিহারের উপমুখ্যমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল সুশীল কুমার মোদীকে। তাঁর পরিবর্তে এবার বিহারে উপমুখ্যমন্ত্রী হয়েছেন ২ জন। প্রশ্ন ছিল, তাহলে সুশীল কুমার মোদীকে নিয়ে কী সিদ্ধান্ত নেবে বিজেপি? সেই প্রশ্নের উত্তর মিলল এবার।

2/5

সাংসদ করে সুশীল কুমার মোদীকে রাজ্যসভায় পাঠাচ্ছে এনডিএ। এনডিএ জোটের প্রার্থী হিসেবে রাজ্যসভা সাংসদ পদের উপনির্বাচনে মনোনয়ন পত্র জমা দিলেন সুশীল কুমার মোদী।

3/5

পাটনায় আজ মনোনয়ন জমা দেওয়ার সময় সুশীল মোদীর সঙ্গে ছিলেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, উপমুপখ্যমন্ত্রী তারকিশোর প্রসাদ ও রেনু দেবী।

4/5

লোক জনশক্তি পার্টির নেতা ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রামবিলাস পাসোয়ানের মৃত্যুতে রাজ্যসভার একটি আসন খালি হয়ে যায়। সেই আসনের উপনির্বাচনেই মনোনয়ন পত্র দাখিল করলেন সুশীল মোদী। লড়াইয়ে তাঁর জিতে যাওয়ার সম্ভাবনা প্রবল।

5/5

রাজ্যসভায় নির্বাচন নিয়ে মোদী জানিয়েছেন, দল যা চাইবে সেটাই করব। তবে বিহার সরকারের ওপরে আমার মন পড়ে থাকবে।