আইনজীবীর আবেদন, দোষীদের ক্ষমা করে দিন! নির্ভয়ার মায়ের জবাব যেন 'সপাটে থাপ্পড়'

Jan 18, 2020, 12:40 PM IST
1/5

নির্ভয়ার মা বললেন, ক্ষমার প্রশ্নই নেই

নির্ভয়ার মা বললেন, ক্ষমার প্রশ্নই নেই

সাত বছর ধরে তিনি লড়াই করেছেন। অবশেষে ন্যায় বিচার পাওয়ার মুখে তিনি। আর এমন সময় এই কথা!  নির্ভয়ার মায়ের কাছে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ইন্দিরা জয় সিংয়ের আবেদন, দোষীদের ক্ষমা করে দিন।

2/5

নির্ভয়ার মা বললেন, ক্ষমার প্রশ্নই নেই

নির্ভয়ার মা বললেন, ক্ষমার প্রশ্নই নেই

নির্ভয়ার মা সিনিয়র আইনজীবীর মুখে এমন আবেদন শুনেই ক্ষোভ প্রকাশ করলেন। তাঁর পাল্টা প্রশ্ন, ''আপনার পরিবারের কারও সঙ্গে এমন নৃশংস কিছু হলে আপনি একই কথা বলতে পারতেন তো?''

3/5

নির্ভয়ার মা বললেন, ক্ষমার প্রশ্নই নেই

নির্ভয়ার মা বললেন, ক্ষমার প্রশ্নই নেই

নির্ভয়ার মা আশা দেবী বললেন, ''ইন্দিরা জয় সিং আমাকে এমন পরামর্শ দেওয়া কে? গোটা দেশ নির্ভয়ার চার দোষীকে ফাঁসি কাঠে ঝুলন্ত অবস্থায় দেখতে চায়। এমন জঘন্য অপরাধের কোনও ক্ষমা হয় না। আমি মা হয়ে ওদের ক্ষমা করতে পারব না কোনওদিন। এটা আমার লড়াই। আমি একা লড়তে পারব।''

4/5

নির্ভয়ার মা বললেন, ক্ষমার প্রশ্নই নেই

নির্ভয়ার মা বললেন, ক্ষমার প্রশ্নই নেই

আশা দেবী আরও বলেন, ইন্দিরা জয় সিং তো কোন ছাড়, ঈশ্বর নিজে এসে আমাার কাছে আবেদন করলেও ওই চারজনকে আমি ক্ষমা করব না।"

5/5

নির্ভয়ার মা বললেন, ক্ষমার প্রশ্নই নেই

নির্ভয়ার মা বললেন, ক্ষমার প্রশ্নই নেই

২২ জানুয়ারি ফাঁসির তারিখ ঘোষণা হয়েছিল। কিন্তু সেই তারিখ পিছিয়ে এখন হয়েছে ১লা ফেব্রুয়ারি। ভোর ছটায় তিহাড় জেলে হবে নির্ভয়ার চার দোষীর ফাঁসি।