এই দানব মাছের বয়স শুনলে চোখ কপালে উঠবে

Jan 14, 2020, 19:43 PM IST
1/5

১৯৭০ সাল। এই বছর চন্দ্রাভিযানে অ্যাপেলো ১৩-কে পাঠিয়েছিল নাসা। দুর্ভাগ্যবশত মহাকাশেই ভেঙে পড়ে যানটি। সেই বছরই আরও যা যা ঘটে- কম্বোডিয়া আক্রমণ করে আমেরিকা, বাংলাদেশে প্রবল ঝড়ে মৃত্যু হয় কমপক্ষে ৫ লক্ষ মানুষের। 

2/5

অভিনেতা সইফ আলি খান জন্মান সেই বছর। আর জন্মায় ফ্লোরিডার একটি ওয়ারশ গ্রুপ মাছ। হ্যাঁ, সইফের যা বয়স, ফ্লোরিডায় জালে ধরা পড়া মাছটিরও তাই বয়স। যা দেখে নেটদুনায় এখন তোলপাড়।

3/5

ডিসেম্বরে দানব মাছটি ধরা পড়ে। ফ্লোরিডা ফিশ অ্যান্ড ওয়াইল্ড লাইফ কনজারভেশন কমিশন (এফডব্লিউসি) ওই মাছের অঙ্গের নমুনা পরীক্ষা করে জানতে পেরেছে মাছটির বয়স ৫০ বছর। 

4/5

ফিশারম্যান জ্যাসন বয়েল ওই মাছটি তুলে ধরে সোশ্যাল মিডিয়া ছবি পোস্ট করেন। জানা গিয়েছে মাছটির ওজন ১৬০ কিলোগ্রাম। 

5/5

ফ্লোরিডার ওয়েস্ট কোস্টের ৬০০ ফুট গভীর থেকে তোলা হয় দানব মাছটি।