কর্নাটক-মহারাষ্ট্রে বন্যায় আটকেপড়া মানুষজনকে উদ্ধার করছে এনডিআরএফ, দেখুন ছবিতে
Aug 09, 2019, 19:41 PM IST
1/7
s 7
বন্যায় ভয়াবহ আকার ধারন করেছে মহারাষ্ট্রের শেলাপুর, সাংলি, কোলাপুর ও পুনে জেলা। প্রবল ঝুঁকি নিয়ে বন্যাপীড়িতদের উদ্ধারে নেমেছেন এনডিআরএস টিম।
2/7
s 6
ওই চার জেলায় এখনও পর্যন্ত রাজ্যে ২৯ জনের মৃত্যু হয়েছে। ৬ জন নিখোঁজ।
photos
TRENDING NOW
3/7
S 5
মহারাষ্ট্রে এখনও পর্যন্ত ২.৮৫ লাখ মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।
4/7
S 4
বিপুল বৃষ্টিতে জলমগ্ন ছত্তীসগড়ের বিভিন্ন এলাকা। বিশেষ করে দান্তেওয়াড়ার বিভিন্ন এলাকা জলমগ্ন। তাদের উদ্ধারে নেমেছে এনডিআরএফ।
5/7
S 3
মহারাষ্ট্রের কোলাপুর, সাংলিতে গ্রামে আটকে পড়ে বয়স্ক মানুষদের বের করে নিরাপদ আশ্রয়ে নিয়ে আসছে এনডিআরএফ।
6/7
S 2
ক্ষমতায় এসেই প্রবল বন্যার মুখোমুখি কর্নাটকের মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পা। এখনও পর্যন্ত ২৭২ ত্রাণ শিবিরে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ৪৪,০০০ বেশি মানুষকে।
7/7
s 1
শুক্রবার রাজ্যের অবস্থা আকাশ পথে ঘুরে দেখলেন মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পা। ১,৪১০ কিলোমিটার রাস্তা নষ্ট হয়ে গিয়েছে, ভেঙে পড়েছে ৪০০০ বাড়ি। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৭২ জনের।