অনলাইনে অন্যান্য দ্রব্যের মতোই এবার ডেলিভারি হতে পারে মদ। মদ বিক্রয়কারী সংস্থা ডিয়াজিও-র সঙ্গে হাত মেলানোর পর এবার ভারতে ই-কমার্সের এই নতুন ক্ষেত্রে প্রবেশ করতে চলেছে Flipkart.
2/7
শনিবার সংবাদসংস্থা রয়টার্সের রিপোর্ট অনুযায়ী দেশের দুটি শহরে প্রাথমিকভাবে শুরু হতে পারে মদ ডেলিভারি। তা নিয়ে সরকারি ক্ষেত্রেও চলছে অনুমোদন সংগ্রহের প্রক্রিয়া।
photos
TRENDING NOW
3/7
HipBar নামের একটি পৃথক অ্যাপ-এর মাধ্যমে ফ্লিপকার্টের ক্রেতারা মদের কালেকশন দেখতে পারবেন। এর মধ্যে থেকে ঠিক অন্যান্য অনলাইন দ্রব্যের মতোই মদ অর্ডার করা যাবে। এর পরে হিপবার তা পৌঁছে দেবে ক্রেতার বাড়িতে।
4/7
হিপবার নামের এই সংস্থার ২৬ শতাংশ মালিকানা রয়েছে ডিয়াজিও ইন্ডিয়ার। সেই সংস্থার সঙ্গেই এ বিষয়ে এগোচ্ছে ফ্লিপকার্ট। যদিও এখনও এ বিষয়ে কিছু ঘোষণা করেনি সংস্থা।
5/7
তবে ফ্লিপকার্টই প্রথম নয়। এর আগে জুন মাসে আমাজন পশ্চিমবঙ্গে অনলাইন মদ ডেলিভারির ছাড়পত্র পায়।
6/7
অন্যান্য ফুড-ডেলিভারি সাইট যেমন সুইগি ও জোম্যাটোও নির্দিষ্ট কিছু শহরে মদ ডেলিভারি করে। করোনা লকডাউনে মদ ডেলিভারির চাহিদা বাড়ায় সেই সময়ে তুঙ্গে ওঠে অর্ডারের সংখ্যা।
7/7
সেই সঙ্গে রান্না করা খাবারের মতো দ্রুত ঠান্ডা হওয়া বা খারাপ হওয়ার ভয় না থাকায় মদ ডেলিভারি সংস্থাগুলির পক্ষে সুবিধাজনকও বটে।