1/7
2/7
তবে একেবারেই যে কেউ এই স্বপ্ন দেখেন না, তা-ও নয়। যেমন ডেনিস টিটো। মার্কিন কোটিপতি ডেনিস টিটো ২০০১ সালের ৩০ এপ্রিল রাশিয়ার সয়ুজ রকেটে করে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে গিয়েছিলেন। তিনিই বিশ্বের প্রথম মহাকাশ পর্যটক। ওই সময় তাঁর বয়স ছিল ৬০ বছর। তরুণ বয়সে দেখা স্বপ্ন সেদিন পূরণ হয় তাঁর। স্বপ্নকে বাস্তব করে তুলতে তাঁকে অবশ্য খরচ করতে হয়েছিল দু'কোটি মার্কিন ডলার!
photos
TRENDING NOW
3/7
দু'দশক পরে টিটো তাঁর সেই মহাকাশ অভিযাত্রাকে স্মরণ করলেন। আনন্দে আপ্লুত তিনি। তিনি বলছেন, তাঁকে বহনকারী রকেটটি যখন প্রথম কক্ষপথে প্রবেশ করে, সেই মুহূর্ত বর্ণনার সময়ে তিনি অভিভূত। তিনি বলছেন, 'কক্ষপথে পৌঁছনোর পরে মহাকাশের গাঢ় অন্ধকার ও দূরে পৃথিবীর বক্রতা দেখতে পেলাম। আমি উচ্ছ্বসিত। এটা ছিল আমার জীবনের সবচেয়ে স্মরণীয় ঘটনা।
4/7
5/7
6/7
নাসা অবশ্য সাধারণ মানুষের মহাকাশ ভ্রমণের পক্ষে ছিল না। ১৯৯১ সালের পরে টিটো সোভিয়েত ইউনিয়নের সঙ্গে মহাকাশ ভ্রমণ নিয়ে আলোচনা করেন। নব্বইয়ের দশক থেকেই রুশরা মহাকাশ কর্মসূচিতে কী ভাবে অর্থলগ্নি করা যায়, তার পরিকল্পনা সংক্রান্ত সমস্যায় ভুগছিল। টিটো তাদের কাছে মহাকাশ পর্যটনের প্রস্তাব নিয়ে যান। এরপরই ২০০১ সালের ২৮ এপ্রিল সয়ুজ মহাকাশযান কাজাখস্তান থেকে যাত্রা শুরু করে। দুই রুশ নভোচারীর তাঁর সঙ্গে এতে ছিলেন। টিটো বলেন, 'এটা ছিল আট দিনের উচ্ছ্বাস। আমি জানালা দিয়ে বাইরেটা দেখছিলাম। পৃথিবী, মহাকাশ স্টেশনের ভিডিয়ো তুলেছি। সেই আট দিন ছিল আমার সারা জীবনের সব চেয়ে সেরা অভিজ্ঞতা।'
7/7
photos