Home Image: 
বিশ্বে প্রথম হাইড্রোজেন চালিত ট্রেন চলল জার্মানিতে
Domain: 
Bengali
Home Title: 

বিশ্বে প্রথম হাইড্রোজেন চালিত ট্রেন চলল জার্মানিতে

English Title: 
First Hydrogen Train in the World starts on track
Slide Photos: 
Hydrogen_10

এমনকি ২০২২ সালের মধ্যে ফ্রান্সও হাইড্রোজেন ট্রেন চালু করবে বলে জানান তিনি।

Hydrogen_9

জার্মানির দেখা দেখি ব্রিটেন, নেদারল্যান্ডস, ডেনমার্ক, নরওয়ে, ইতালি এবং কানাডাও হাইড্রোজেন ট্রেন চালু করতে আগ্রহ প্রকাশ করেছে বলে জানান হেনরি।

Hydrogen_8

বিশেষজ্ঞদের দাবি, একটি সম্পূর্ণ ভর্তি হাইড্রোজেন ট্যাঙ্কের থেকে উত্পন্ন শক্তিতে প্রায় এক হাজার কিলোমিটার যাত্রা করবে এই ট্রেন।

Hydrogen_7

এর সঙ্গে অতিরিক্ত শক্তি সঞ্চয় করে রাখবে অতি ক্ষমতাসম্পন্ন ইওন ব্যাটারি। এরফলে ইঞ্জিন চলাকালীন দূষণ বলতে শুধুমাত্র বাস্প এবং জল নির্গত হবে।

Hydrogen_6

হাইড্রোজেন কীভাবে এই ট্রেনকে চালাতে সাহায্য করবে? ওই সংস্থার বিশেষজ্ঞরা জানাচ্ছেন, হাইড্রোজেন এবং অক্সিজেনের মিশ্রণে তৈরি হবে যে তড়িত্শক্তি সেটিকে জ্বালানি হিসাবে ব্যবহার করা হবে। 

Hydrogen_5

আরও ১৪টি ট্রেন ডেলিভার করতে প্রস্তুত বলে জানিয়েছেন ওই সংস্থার সিইও হেনরি। এ বিষয়ে জার্মানি সরকারও আগ্রহী দেখিয়েছে বলে জানা গিয়েছে।

Hydrogen_4

অ্যালস্টম সংস্থার সিইও হেনরি জানিয়েছেন, বাণিজ্যিকভাবে এই ট্রেন চালানোর জন্য একেবারে প্রস্তুত। হাইড্রোজেন জ্বালানি পুনর্ব্যবহার করা যাবে।

Hydrogen_3

এই ট্রেনটি তৈরি করেছে ফ্রান্সের টিজিভি মেকার সংস্থা অ্যালস্টম। উত্তর জার্মানির বুক্সটেহুড, ব্রেমেরভয়র্দে, ব্রেমেরহ্যাভেন, কুক্সহ্যাভেন জুড়ে প্রায় ১০০ কিলোমিটার যাত্রা করল হাইড্রোজেন চালিত ট্রেনটি।

Hydrogen_2

বাস্প বা ইলেক্ট্রিক চালিত ট্রেনের থেকে হাইড্রোজেন চালিত ট্রেনের সুবিধা কী? প্রথমত এটি প্রকৃতিবান্ধব। অর্থাত্ অন্যান্য ট্রেনের তুলনায় দূষণ কম উত্পন্ন হয় এই ট্রেনটি থেকে।

Hydrogen_1

বিশ্বে প্রথম হাইড্রোজেন চালিত ট্রেন চালু হল জার্মানিতে। দুকামরা বিশিষ্ট নীল রংয়ের এই ট্রেনটি একেবারেই প্রকৃতিবান্ধব।

Publish Later: 
No
Publish At: 
Tuesday, September 18, 2018 - 18:01
Mobile Title: 
বিশ্বে প্রথম হাইড্রোজেন চালিত ট্রেন চলল জার্মানিতে