সুজাপুর বিস্ফোরণে দুর্গতদের হাতে ক্ষতিপূরণের চেক তুলে দিলেন ফিরহাদ হাকিম
Nov 19, 2020, 21:27 PM IST
1/5
নিজস্ব প্রতিবেদন : মালদার সুজাপুরে প্লাস্টিক কারখানায় বিস্ফোরণের ঘটনায় দুর্গতদের পরিবারের সঙ্গে দেখা করলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। রাজ্য় সরকারের তরফে তাদের হাতে তুলে দিলেন ক্ষতিপূরণের চেক।
2/5
মালদার সুজাপুরে জ্ঞানপাড়া বলে একটি জায়গায় একটি প্লাস্টিক কারখানায় আজ ভয়াবহ বিস্ফোরণ হয়। বিস্ফোরণের জেরে প্রাণ হারিয়েছেন মোট ৬ জন। আহতও হয়েছেন কয়েকজন। ঘটনাস্থলেই প্রাণ হারান ৫ জন। পরে কলকাতা নিয়ে আসার পথে মৃত্যু হয় কারখানা মালিক আবদুল সাহেদের।
photos
TRENDING NOW
3/5
বিস্ফোরণের পরই দ্রুত ঘটনাস্থলে যাওয়ার জন্য পুরমন্ত্রী ফিরহাদ হাকিমকে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। নির্দেশ পাওয়া মাত্রই হেলিকপ্টারে সুজাপুরের উদ্দেশে রওনা হয়ে যান ফিরহাদ হাকিম।
4/5
একইসঙ্গে রাজ্য সরকারের তরফে নিহতদের নিকটাত্মীয়কে ২ লাখ টাকা করে ও আহতদের পরিবার পিছু ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করা হয়।
5/5
রাজ্য সরকারের স্বরাষ্ট্র দফতরের তরফে এই বিস্ফোরণকে একটি দুর্ঘটনা বলে জানানো হয়েছে। প্লাস্টিক প্রসেসিং মেশিনে কাজ চলাকালীন এই বিস্ফোরণ হয়েছে বলে জানা গিয়েছে।