নারীশক্তির জয়জয়কার! এই দশকে দেশের জন্য জান লড়িয়ে সাফল্য এনেছেন মহিলা ক্রীড়াবিদরা

Aug 29, 2020, 18:26 PM IST
1/5

পাঁচজন খেল রত্ন পুরস্কার প্রাপকদের মধ্যে এবার তিনজনই মহিলা ক্রীড়াবিদ। বোঝাই যাচ্ছে, দেশের জন্য ভারতের মহিলা ক্রীড়াবিদদের সাফল্য এবার ঈর্ষনীয়। রেকর্ড বলছে, গত এক দশকে ভারতের মহিলা ক্রীড়াবিদদের সাফল্য আকাশছোঁয়া।

2/5

২০১০ সালের পর থেকে ভারত যে কটা অলিম্পিক পদক জিতেছে তার মধ্যে অর্ধেক মহিলা ক্রীড়াবিদদের অর্জন করা। ২০১৯ সালে এম সি মেরি কম বক্সিং-এর বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক জিতে নতুন ইতিহাস লিখেছিলেন। পুরুষ ও মহিলা, দুই ক্যাটেগরি-তে আটটি পদকজয়ী প্রথম বক্সার তিনি।

3/5

২০১৪ ও ২০১৮ কমনওয়েলথ গেমস ও এশিয়ান গেমসে সোনা জেতেন বিনেশ ফোগট। দুটি টুর্নামেন্টে সোনাজয়ী প্রথম অ্যাথলিট হয়েছিলেন তিনি।

4/5

রানি রামপালের অধিনায়কত্বে ভারতের মহিলা হকি দল টোকিও অলিম্পিকের টিকিট অর্জন করেছে। ২০১৮ কমনওয়েলথ গেমসে দুটি সোনাসহ মোট চারটি পদক জিতেছিলেন টেবিল টেনিস প্লেয়ার মনিকা বাত্রা।

5/5

এই দশকেই টেনিসে পাঁচটি গ্র্যান্ডস্ল্যাম জেতেন সানিয়া মির্জা। ডাবলসে এক নম্বর হয়েছিলেন তিনি। পিভি সিন্ধু এই দশকেই  ভারতের প্রথম মহিলা ক্রীড়াবিদ হিসাবে ব্যাডমিন্টনে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিলেন। তিনি অলিম্পিকে পদকও জিতেছেন।