'অসহায় লাগছে', Preity-র নয়া পোস্টে জোর চাঞ্চল্য

Jan 11, 2021, 14:05 PM IST
1/6

বলিউড অভিনেত্রী প্রীতি জিন্টার নয়া পোস্টে জোর চাঞ্চল্য শুরু হল সামাজিক মাধ্যমে। বর্তমানে মার্কিন মুলুকে রয়েছেন প্রীতি জিন্টা। মার্কিন মুলুকে থেকেই অভিনেত্রী যা পোস্ট করলেন, তা দেখে প্রীতির অনুরাগীরা চিন্তায় পড়ে যান 

2/6

নিজের মনের কথা, উদ্বেগ, আবেগ সবার সঙ্গে ভাগ করে নিতে সোমবার ইনস্টাগ্রামকে বেছে নেন প্রীতি জিন্টা 

3/6

প্রীতি জানান, ৩ সপ্তাহ আগে তিনি যেভাবে মানসিক টানাপোড়েনের মধ্যে দিয়ে জীবন কাটিয়েছেন, তা ভাবলে শিউরে ওঠেন। কাল হো না হো অভিনেত্রী বলেন, গত ৩ সপ্তাহ আগে তাঁর মা, ভাই, ভাইয়ের স্ত্রী, তাঁর সন্তানরা কোভিডে আক্রান্ত হন। পরিবারের একের পর একজন যখন করোনায় আক্রান্ত হন, সেই সময় উদ্বেগে কাটতে শুরু করে প্রতি রাত 

4/6

পরিবারের একের পর একজন করোনায় আক্রান্ত হতে শুরু করলে, তাঁদের ভেন্টিলেশনে দেওয়ার মত অবস্থা হয়। ওই সময় তাঁরে রাতের ঘুম উড়ে যায়। কাছের মানুষরা যখন অসুস্থ হয়ে পড়েন, ওই সময় তাঁদের কাছে থাকতে না পেরে অসহায় হয়ে যান। তিনি যেন পরিবারের জন্য, কাছের মানুষদের জন্য কিছু করতে পারেছেন না বলে মনে হতে শুরু করে বলে জানান প্রীতি

5/6

অভিনেত্রী বলেন, পরিবারের অনেকে যখন একসঙ্গে অসুস্থ হয়ে পড়েন, সেই সময় আমেরিকায় বসে কার্যত অসহায় হয়ে পড়েন তিনি। মা, ভাইদের সঙ্গে দেখা করতে না পেরে,কীভাবে যে তাঁদের দিন কাটতে শুরু করে, তা ভবলেও তিনি আঁতকে ওঠেন বলে জানান প্রীতি 

6/6

ফলে করোনা থেকে বাঁচতে হলে প্রত্যেকে মাস্ক ব্যবহার করুন। কোভিড ১৯-কে কেউ হালকাভাবে নেবেন না। করোনার হাত থেকে রক্ষা পেরে প্রত্যেকে সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন বলেও জানান প্রীতি জিন্টা