জাতীয় সড়ক অবরোধের ডাকে দিল্লির দিকে এগোচ্ছে কৃষকরা, গোলমালের আশঙ্কায় ত্রস্ত দিল্লি পুলিস

Dec 12, 2020, 14:51 PM IST
1/5

শনিবার দিল্লি-জয়পুর ও দিল্লি-আগ্রা জাতীয় সড়ক অবরোধের ডাক দিয়েছিল দিল্লির উপকন্ঠে আন্দোলনকারী কৃষকরা। এনিয়ে ত্রস্ত দিল্লি পুলিস। রাজধানী ঢোকার ৫টি রাস্তায় গত ১৬ দিন ধরনা দিয়ে বসে রয়েছেন আন্দোলনকারী কৃষকরা। এবার তাদের অবরোধ কর্মসূচি ঠেকাতে বিপুল পুলিস মোতায়েন করল দিল্লি প্রশাসন।  

2/5

দিল্লি-গাজিপুর সীমান্তে আন্দোলনকারী কৃষকরা  রাজধানীর দিকে যাওয়ার চেষ্টা করছেন। ভারতীয় কিষান ইউনিয়েনের মুখপাত্র রাকেশ টিকায়েত এনিয়ে বলেন, কেন্দ্রকে আমরা বার্তা দিতে চাই যে আমাদের কথা শুনতে হবে।  

3/5

ফরিদাবাদ টোল প্লাজা দিয়ে যানবাহন দিল্লির দিকে ঢুকলেও তা সকালে অবরোধ করেন কৃষকরা। পুলিস এসে তা তুলে দেয়। গতরাতে কারনাল টোল প্লাজা বন্ধ করে দেয় হরিয়ানার কৃষকরা। ফের তা খোলা হয়।

4/5

কৃষক আন্দোলন নিয়ে শিরোমনি অকালি দল প্রধান প্রকাশ সিং বাদল বলেন, কেন্দ্র বলছে চাষিদের জন্যই এই নয়া কৃষি আইন। এখন চাষিরাই তা চাইছে না। তাহলে কেন্দ্র এত জোরাজুরি করছে কেন!

5/5

এদিকে, কেন্দ্র আন্দোলনকারী চাষিদের সতর্ক করেছে, দুষ্কৃতীরা কিংবা নকশালরা কৃষকদের আন্দোলন হাইজ্যাক করে নিতে পারে। এনিয়ে কৃষকের মুখপাত্র রাকেশ সিং টিকায়েত বলেন, আমরা তো সেরকম কিছু দেখতে পাচ্ছি না। সেরকম কেউ থাকলে কেন্দ্র তাদের গ্রেফতার করুক।