Extremely High Temperature: ভাঙল তাপমাত্রার সর্বকালের রেকর্ড! দিল্লিতে আজ প্রায় ৫৩ ডিগ্রি! আতঙ্কের দহন...

Extremely High Temperature in Delhi: দক্ষিণবঙ্গে যখন ঝড়-বৃষ্টির পরিবেশ তৈরি হয়েছিল, ঠিক তখন উত্তর ভারতে ফিরেছে তাপপ্রবাহ। ভারতীয় মৌসম ভবন দিনসাতেক আগে তাপপ্রবাহজনিত সতর্কতাও জারি করেছিল।

| May 29, 2024, 17:41 PM IST

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দক্ষিণবঙ্গে যখন 'রিমালে'র জেরে একটু ঝড়-বৃষ্টির পরিবেশ তৈরি হয়েছিল, ঠিক তখনই উত্তর ভারতে ফিরেছিল তাপপ্রবাহ। ভারতীয় মৌসম ভবন দিনসাতেক আগে পরবর্তী ৫ দিনের জন্য তাপপ্রবাহজনিত সতর্কতা জারি করেছিল উত্তর ভারত জুড়ে। তারই শেষ পর্বে এসে তাপমাত্রার সর্বকালের রেকর্ড ভাঙল দিল্লি। মুঙ্গেশপুরে বিকেল সাড়ে তিনটেয় পারদ উঠল ৫২.৩ ডিগ্রি সেলসিয়াস!

1/6

অসহ্য

সত্যিই উত্তর ভারত জুড়ে অসহ্য পরিস্থিতি ছিল এই কয়েকদিন। এখনও সেটা চলছে। 

2/6

উষ্ণ উত্তর

রাজস্থানের তো কথাই নেই! সেখানে তাপপ্রবাহের জেরে কমপক্ষে ৬ জনের মৃত্যু হয়েছে। শুধু রাজস্থান নয়, তাপপ্রবাহে পুড়েছে পঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ থেকে গুজরাট, মধ্য়প্রদেশ-সহ একাধিক রাজ্য। এই সব জায়গার তাপমাত্রা ৪৫ ডিগ্রি পার করেছে।

3/6

তাপপ্রবাহ

এবং আগামী কয়েকদিন ধরে অসহ্য তাপপ্রবাহের এই জ্বালা সহ্য করে যেতে হবে, এমনই পূর্বাভাস মৌসম ভবনের।

4/6

মৌসম ভবন

মৌসম ভবন পূর্বাভাসে বলেছে, আগামী পাঁচদিন এই তাপপ্রবাহ জারি থাকবে। আগামী তিনদিন উত্তর প্রদেশ, পঞ্জাব, হরিয়ানা, দিল্লি ও রাজস্থানে তাপপ্রবাহের জেরে হিটস্ট্রোকের সতর্কতা জারি করা হয়েছে।

5/6

৫২.৩ ডিগ্রি

দিল্লিতে আজ ছাড়িয়ে গেল ৫২.৩ ডিগ্রি সেলসিয়াস। আজ, বুধবার দুপুর আড়াইটের সময়ে এই অবস্থা। 

6/6

তাপমাত্রার সর্বকালের রেকর্ড

তাপমাত্রার সর্বকালের রেকর্ড ভাঙল দিল্লি। মুঙ্গেশপুরে বিকেল সাড়ে তিনটেয় পারদ উঠল ৫২.৩ ডিগ্রি সেলসিয়াস!