নানারকম ক্রিম ব্যবহার করেও Stretch marks দূর করতে পারেন নি? মেদ ঝরে যাওয়ার পর নতুন করে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে শরীরের বিভিন্ন অংশের স্ট্রেচ মার্ক! অনেকেই এই স্ট্রেচ মার্ক দূর করতে বাজারে উপলব্ধ ক্রিম ব্যবহার করেন তবে ঘরোয়া উপায়েই ব্যবহার দূর করুন Stretch marks।
2/6
প্রতিদিন যে কোনও ধরণের প্রয়োজনীয় জিনিসের সঙ্গে আমন্ড অয়েল মিশিয়ে নিন। এরপর সেই মিশ্রণ স্ট্রেচ মিশ্রণের উপর লাগিয়ে ফেলুন। কয়েক মিনিট রেখে দেওয়ার পর, তা ধুয়ে ফেলুন। Stretch marks দূর হবে।
photos
TRENDING NOW
3/6
লেবুর রসের সঙ্গে বেকিং সোডা মিশিয়ে প্রথমে একটি পেস্ট তৈরি করুন। এ বার ত্বকের Stretch marks এর উপর ওই পেস্টের প্রলেপ লাগিয়ে দিন। বেশ কিছুক্ষণ রেখে তারপর গরম জল দিয়ে ধুয়ে, মশ্চারাইজার লাগান। উপকার পাবেন।
4/6
প্রতিদিন নিয়ম করে Stretch marks এর উপর ব্যবহার করুন অ্যাপেল সিডার ভিনিগার। এরপর সকালে সেটি ধুয়ে ফেলুন। দেখবেন Stretch marks সহজেই দূর হবে।
5/6
Stretch marks নির্মূল করতে কাঁচা হলুদও অত্যন্ত কার্যকর! দই-এর সঙ্গে হলুদ মিশিয়ে যদি নিয়মিত স্ট্রেচ মার্কের উপর প্রলেপ দিতে পারেন, তাহলে উপকার পাবেন
6/6
Stretch marks দূর করতে ব্যবহার করুন জোজোবা অয়েল। প্রতিদিন যদি আপনি জোজোবা অয়েল ব্যবহার করতে পারেন, তাহলে যেমন ত্বক নরম থাকবে, তেমনি সেখানে নতুন করে কোষও তৈরি হবে।