1/8
শিস্ দিয়ে যায় চেনা:
2/8
শিস্ দিয়ে যায় চেনা:
কথায় বলে, 'নামের আমি, নামের তুমি, নাম দিয়ে যায় চেনা' , কিন্তু গুরুত্বপূর্ণ এই নামের তেমন কোনও গুরুত্ব কিন্তু এখানকার মানুষদের কাছে নেই, কারণ বিভিন্ন সুরই তাদের নাম। কোংথোং এবং আশেপাশের এলাকার মানুষেরা তাঁদের সন্তানের জন্য এক একটি বিশেষ বিশেষ সুর তৈরি করে শিস্ দিয়ে ডাকেন। সারা জীবন ধরে সেই সুররূপী নাম ধরেই তাদের ডাকা হয়।
photos
TRENDING NOW
3/8
শিস্ দিয়ে যায় চেনা:
4/8
শিস্ দিয়ে যায় চেনা:
5/8
শিস্ দিয়ে যায় চেনা:
‘ডিজিটাল ইন্ডিয়া’ এই গ্রামে এখনও তেমন ভাবে পৌঁছায়নি। দিনের অধিকাংশ সময় চলে যায় অরণ্য থেকে রসদ খুঁজে নিতে। তবে আধুনিকতার ছোঁয়া তেমন ভাবে স্পর্শ করেনি বলেই হয়তো এরা প্রকৃতির সাথে ওতপ্রোতভাবে জড়িত। দূর দূরান্ত থেকে সন্তানদের ডেকে নিতে তাঁরা প্রায় ৩০ সেকেন্ডের সুর ব্যবহার করেন। যা একান্ত ভাবেই প্রকৃতির দ্বারাই অনুপ্রাণিত।
6/8
শিস্ দিয়ে যায় চেনা:
7/8
শিস্ দিয়ে যায় চেনা:
8/8
শিস্ দিয়ে যায় চেনা:
photos