কেন্দ্রীয় সরকারি চাকরিতে হাজারেরও বেশি শূন্যপদ, কীভাবে আবেদন?

Dec 25, 2018, 22:56 PM IST
1/8

চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। Employee’s State Insurance Corporation বা ইসিআইসি-র হাজারের বেশি পদের জন্য নিয়োগবিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। 

2/8

শূন্যপদ

মোট শূন্যপদ ১৪৮৮টি।  

3/8

রাজ্যওয়াড়ি শূন্যপদ

হরিয়ানা- ১২, বিহার- ১৫২, উত্তর-পূর্ব- ৫৬, হিমাচলপ্রদেশ- ২৭, উত্তরপ্রদেশ- ২২৪, জম্মু-কাশ্মীর-১৯, ছত্তীসগঢ়- ৩৩, কেরল- ১৩, তেলেঙ্গানা- ১৮৫, পঞ্জাব- ৭, ওডিশা- ৫৩, গুজরাট- ২১০, মহারাষ্ট্র- ১৫৯, মধ্যপ্রদেশ -১০৬, ঝাড়খণ্ড- ৫১, কর্ণাটক- ৩১১, রাজস্থান ১২১। 

4/8

ফর্মপূরণের শেষ তারিখ ২০১৯ সালের ২১ জানুয়ারি। তবে শেষ দিনের জন্য অপেক্ষা করবেন না।  

5/8

কীভাবে আবেদন?

অনলাইনে www.esic.nic.in-ওয়েবসাইটে যান। সেখানে প্যারামেডিক্যাল ও নার্সিং স্টাফ ইত্যাদি নিয়োগে ক্লিক করুন।

6/8

কীভাবে আবেদন?

লগ ইন করে করে রেজিস্টার করতে হবে। নিজের যাবতীয় তথ্য দিন। এরপর ফটো ও স্বাক্ষর আপলোড করতে হবে। মেটাতে হবে আবেদনমূল্য (ফি)।

7/8

নিয়োগ পদ্ধতি

প্রবেশিকা পরীক্ষা নেওয়া হবে। দ্বিভাষিক প্রশ্নপত্র থাকবে। মোট ১২৫ নম্বরের পরীক্ষা।

8/8

আবেদনমূল্য

সাধারণ ও ওবিসি- আবেদনমূল্য ৫০০ টাকা। তপশিলী জাতি ও উপজাতি- আবেদনমূল্য ২৫০ টাকা