লাইফ সার্টিফিকেট না দিলে আটকে যাবে পেনশন। করোনা সংক্রমণের কথা মাথায় রেখে সেই লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার সময়সীমা বাড়াল কেন্দ্র।
2/5
শনিবার কেন্দ্র ঘোষণা করেছে, EPFO-র পেনশন প্রাপকরা তাঁদের লাইফ সার্টিফিকেট জমা দিতে পারবেন আগামী বছরে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। কেন্দ্রের এই সিদ্ধান্তের ফলে উপকৃত হবেন দেশের ৩৫ লাখ পেনশন প্রাপক।
photos
TRENDING NOW
3/5
কেন্দ্রের শ্রম মন্ত্রকের তরফে দেওয়া এক বিবৃতিতে জানান হয়েছে, ' করোনায় বয়স্ক মানুষজনের সংক্রমিত হওয়ার সম্ভবাবনা অনেকটাই। একথা মাথায় রেখে EPFO সিদ্ধান্ত নিয়েছে জীবন প্রমাণ পত্র বা লাইফ সার্টিফিকেট জমা দেওয়া যাবে ২০২১ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।'
4/5
উল্লেখ্য EPFO পেনশন প্রাপকদের লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার শেষ তারিখ ছিল এবছর ৩০ নভেম্বর।
5/5
সরকার জানিয়েছে, এই বর্ধিত সময়ের মধ্যে পেনশন প্রাপকদের পেনশন বন্ধ হবে না।