ইপিএফ নিয়ে বড়সড় ঘোষণা অর্থমন্ত্রীর, লাভবান হবে সংস্থা ও কর্মীরা

May 13, 2020, 21:31 PM IST
1/6

1

1

দেশের আর্থিক অবস্থার কথা চিন্তা করে ইপিএফের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল কেন্দ্র। এর ফলে দেশের কয়েক লাখ ইপিএফ গ্রাহক সুবিধে পাবেন। এমনাই কয়েকটি ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।

2/6

2

2

সরকারের সিদ্ধান্ত, এখন থেকে চাকরিদাতা সংস্থা ও সংস্থার কর্মীদের(যেখানে কর্মীসংখ্যা একশোর বেশি) তাদের ১২ শতাংশ ইপিএফের পরিবর্তে দিতে হবে ১০ শতাংশ। বাকি দেবে কেন্দ্র। এতে সরকারের খরচ হবে ২৫০০ কোটি টাকা। অর্থাত্ ইপিএফ ২ শতাংশ কম কাটা হবে। এই নিয়ম চলবে আগামী ৩ মাস।

3/6

3

3

দেশের যেসব ছোট সংস্থায় কর্মীসংখ্যা ১০০ কম ও ৯০ শতাংশ কর্মীর বেতন ১৫,০০০ এর কম তাদের আগামী ৩ মাস ইপিএফের টাকা মেটাবে সরকার। ৩.৬ লাখ সংস্থা উপকৃত হবে। খরচ হবে ২৫০০ কোটি টাকা। ৭২.২২ লাখ কর্মী এর সুবিধে পাবেন।

4/6

4

4

সরকারের ওই ঘোষণায় ইপিএফ গ্রাহকদের হাতে থাকবে ৯২৫০ কোটি টাকা।

5/6

5

5

সরকারের ওই ঘোষণায় উপকৃত হবে ৬.৫ লাখ সংস্থা ও ৪.৩ কোটি ইপিএফ গ্রাহক। ফলে মাসের শেষে সামান্য হলেও একটু বেশি মাইনে পাবেন কর্মীরা।

6/6

6

6

কেন্দ্র সরকার ও রাজ্য সরকারের কর্মীদের ক্ষেত্রে ইপিএফের হার অপরিবর্তিতই থাকবে।