'ভার্চুয়াল দর্শক' আর 'কোভিড-সাবস্টিটিউট' নিয়ে ১১৭ দিন পর ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট...

Jul 07, 2020, 19:29 PM IST
1/5

অবশেষে বাইশ গজে ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট। ৮ জুলাই ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্টের মধ্যে দিয়েই করোনা পরবর্তী সময়ে ক্রিকেট ফিরতে চলেছে।

2/5

১৪৩ বছরের ক্রিকেট ইতিহাসে অনেক কিছুই বদল হয়েছে কিন্তু এই প্রথমবার ক্রিকেট হবে ফাঁকা মাঠে। মাঠে থাকবে না কোনও দর্শক। খেলা হবে বায়ো সিকিওর পরিবেশে। তবে থাকবে ভার্চুয়াল দর্শক। কৃত্রিম উপায়ে দর্শকদের অভাব পূরণ করা হবে।

3/5

বলের পালিশ ধরে রাখতে লাগানো যাবে না থুতু কিংবা লালা। আইসিসি-র নিষেধাজ্ঞা রয়েছে। ইনিংস পিছু দুবার করে সতর্ক করা হবে, তারপর একই ভুল করলে প্রতিপক্ষ দল পাঁচ রান পেনাল্টি পাবে।

4/5

টেস্ট চলাকালীন প্রতিদিন সকলের কোভিড টেস্ট করা হবে। কোনও ক্রিকেটার কোভিড পরীক্ষায় পজিটিভ ধরা পড়লে সংশ্লিষ্ট ক্রিকেটারের বদলে সমমানের ক্রিকেটার পরিবর্ত হিসেবে নিতে পারবে। অর্থাত্ কনকাশন সাবস্টিটিউটের মতো থাকছে কোভিড-সাবস্টিটিউটও।  

5/5

সামাজিক দূরত্ব বজায় রেখে করতে হবে সেলিব্রেশন। হাই ফাইভ কিংবা জড়িয়ে ধরা নয় এবার থেকে কনুই দিয়ে হবে সেলিব্রেশন।