আজ সাত সকালে দলের কর্মীদের নিয়ে তিনি পৌঁছে যান ওই দুর্গা মন্দিরে। সেখানে মা দুর্গা কে ধুপ দিয়ে প্রনাম করে পুজো দেন সায়ন্তিকা।
photos
TRENDING NOW
3/8
এরপর দলের কর্মীদের নিয়ে বাঁকুড়া শহরে পুজো দেন। পরে বলেন মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের শক্তি। তিনি তো সুস্থ হয়ে উঠবেনই।
4/8
আমি দেবতার কাছে চাইলাম মমত ববন্দ্যোপাধ্যায় আমাকে যে দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্ব যেন পালন করতে পারি।
5/8
অন্যান্য দলের তোলা বহিরাগত ইস্যু সম্পর্কে তারকা প্রার্থী বলেন, আমি বহিরাগত নই। বাংলার মানুষের জন্য কাজ করে তাঁদের ভালোবাসা পেয়ে বড় হয়েছি।
6/8
আজ যখন প্রচারে যাচ্ছি মানুষ আমাকে বুকে টেনে নিচ্ছে। বাইরের মানুষকে কি এমন করতে পারে? আমি কলকাতা থেকে এসেছি। কলকাতা কি বাংলার বাইরে?
7/8
বিজেপির রাজু বন্দ্যোপাধ্যায় সায়ন্তিকা সম্পর্কে বলেন, সায়ন্তিকা তারকা প্রার্থী। আর আমাদের প্রার্থী বাঁকুড়ার মানুষের প্রার্থী। তাই বাঁকুড়া সহ জেলার সবকটি আসনেই বিজেপি জয়যুক্ত হবে।