গাড়ি খারাপ হলে সারানোর টাকা থাকত না, আজ তিনিই বিশ্বের সব থেকে ধনী (Richest) ব্যক্তি
Jan 12, 2021, 15:43 PM IST
1/10
২০১৭ থেকে পাহাড়ের চূড়োয় বসে ছিলেন Amazon-এর কর্ণধার Jeff Bezos. তবে শেষমেশ তাঁকে সরিয়ে চূড়োয় উঠে বসেছেন Elon Musk. তিনিই এখন বিশ্বের সব থেকে ধনী ব্যক্তি।
2/10
যে কোনও সাফল্যের কাহিনী রোমাঞ্চকর। শূন্য থেকে শুরু করে শিখরে পৌঁছতে সবাই পারেন না। যাঁরা পারেন তাঁদের কথা ইতিহাসে লেখা থাকে।
photos
TRENDING NOW
3/10
তবে সাফল্যের চূড়োয় উঠতে গেলে যে রাস্তা ধরতে হয় তা কিন্তু কাঁটায় ভরা। সেই রাস্তা টপকে উঠতে পেরেছেন Elon Musk. তবে তিনি নিজের শিকড়ের স্মৃতি আঁকড়ে রয়েছেন। অতীত ভুললে কি আর ভবিষ্যত গড়া যায়!
4/10
আজ তিনি বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি। কিন্তু এক সময় সব কিছু এত সহজ ছিল না। পকেটে টাকা ছিল না। গাড়ি খারাপ হলে সেটা সারানোর মতো সামর্থও তাঁর ছিল না।
5/10
Tesla CEO Elon Musk একটা সময় বাধ্য হয়ে নিজের গাড়ি নিজেই সারাতেন। আজ তাঁর পাশেই গাড়ির ছড়াছড়ি।
6/10
Elon Musk-এর একটি পুরনো ছবি সম্প্রতি ভাইরাল হয়েছে। সেই ছবিতে তাঁকে একটি ভাঙাচোরা গাড়ির জানালা সারাতে দেখা যাচ্ছে। 1993 সালে সেই গাড়িটি কিনেছিলেন তিনি।
7/10
$20 দিয়ে একটি পুরনো জানালার কাঁচ কিনেছিলেন Elon Musk. সেই কাঁচই তিনি লাগিয়েছিলেন নিজের গাড়িতে। তাও গ্যারাজে নিয়ে গিয়ে গাড়ি সারানোর টাকা ছিল না। তাই নিজেই জানালার কাঁচ লাগিয়েছিলেন।
8/10
মায়ে মাস্ক, ইলিয়নের মা সেই ছবিতে লিখেছিলেন, লোকজন বলে তুমি নাকি গাড়ির কিছুই বোঝ না। মায়ের কথার উত্তরে ইলিয়ন লেখেন, তখন গ্যারাজে নিয়ে গিয়ে গাড়ি সারানোর টাকা থাকত না। তাই এই গাড়িটার প্রায় সব কিছুই আমি নিজে হাতে সারিয়েছি। এই যেমন জানালার কাঁচটাও নিজেই সারাচ্ছিলাম।
9/10
১৯৯৩ সালে $1,400 দিয়ে ওই গাড়িটি অন্য একজনের থেকে কিনেছিলেন Elon Musk. ওটাই ছিল তাঁর জীবনের প্রথম গাড়ি।
10/10
Elon Musk জানিয়েছেন, 1978 BMW 320i মডেল ছিল গাড়িটি। গাড়িটি খারাপ হলে তিনি খুব কমই গ্যারাজে নিয়ে যেতে পেরেছিলেন বলে জানান। কারণ তখন তাঁর পকেটে বেশি টাকা থাকত না।