Egg Price: ৯ দিনে বাড়ল ২ টাকা! সস্তার পুষ্টি ডিমের দাম বাড়তে বাড়তে এখন...

Egg Price Hike:  এই মুহূর্তে ডিমের দাম কমার খুব একটা সম্ভাবনা নেই। 

Dec 09, 2024, 14:48 PM IST
1/6

ফের বাড়ল ডিমের দাম...

Egg Price Hike

অয়ন ঘোষাল: শীতের শুরুতেই দাম বৃদ্ধির ধাক্কা। ফের দাম বাড়ল একেবারে নিম্নবিত্ত মধ্যবিত্ত মানুষের সস্তার পুষ্টি পোল্ট্রির ডিমের।

2/6

ফের বাড়ল ডিমের দাম...

Egg Price Hike

মাসের শুরুতে যা ছিল ৬ টাকা, মাসের নবম দিনে এসেই সেই  পোল্ট্রির ডিমের দাম ধাপে ধাপে ৫০ পয়সা করে বাড়তে বাড়তে মোট ২ টাকা বেড়ে দাঁড়িয়েছে ৮ টাকায়।

3/6

ফের বাড়ল ডিমের দাম...

Egg Price Hike

উত্তর এবং উত্তর-পশ্চিম ভারতে কনকনে ঠান্ডায় ডিমের চাহিদা বেড়ে যায়। বড়দিনের প্রাক্কালে রাজ্যের বিভিন্ন জেলায় বেকারিতে ডিমের চাহিদা হঠাৎ অস্বাভাবিক বৃদ্ধি পায়। 

4/6

ফের বাড়ল ডিমের দাম...

Egg Price Hike

ওদিকে ডানা ঘূর্ণিঝড়ের কারণে অকাল বর্ষণের ফলে পশ্চিমবঙ্গের আঞ্চলিক স্তরের খামারে ডিমের উৎপাদন কিছুটা বিঘ্নিত হয়েছে। এই তিন ফ্যাক্টরে বাজারে ডিমের যোগান চাহিদার অনুপাতে কম। 

5/6

ফের বাড়ল ডিমের দাম...

Egg Price Hike

আর তাই নিম্নবিত্ত মধ্যবিত্তকে কিছুটা চিন্তায় ফেলে বাজারে মহার্ঘ্য ডিম। এখন রাজ্যে দৈনিক ডিমের চাহিদা সাড়ে ৩ কোটি। 

6/6

ফের বাড়ল ডিমের দাম...

Egg Price Hike

এর প্রায় অর্ধেক আসে অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা থেকে। আর কিছুটা আসে তামিলনাড়ু থেকে। এই মুহূর্তে ডিমের দাম কমার খুব একটা সম্ভাবনা নেই।