Eco-friendly ফ্যাশন! সঠিক সংরক্ষণে বাঁচবে প্রকৃতি

Jun 05, 2021, 12:34 PM IST
1/6

 বন্যা, ভূমিকম্প, খরা, ঝড়-একের পর এক প্রাকৃতিক বিপর্যয়ে বিপর্যস্ত প্রকৃতি। মানুষের জীবনযাত্রার উন্নত হলেও বিশ্ব উষ্ণায়ণে বিপন্ন হচ্ছে প্রকৃতি। এই সময়ে পরিবেশ দূষণ যাতে না বাড়ে সেদিকে লক্ষ্য রেখে ইকো ফ্রেন্ডলি ফ্যাশনের দিকেই ঝুঁকছেন ডিজাইনাররা। 

2/6

রাসায়নিক ব্যবহার না করে ভেজিটেবল ডাই ব্যবহারের চেষ্টা করা হচ্ছে। প্রাকৃতিক উপায়ে তৈরি রং ব্যবহার করা হচ্ছে পোশাকে। তাতে দীর্ঘদিন ভালও থাকছে জামা-কাপড়। 

3/6

কাপড়ের ব্যবহারে সিন্থেটিকের পরিবর্তে আসছে সুতি, লিনেন, সিল্কের কাপড়। যা রাসায়নিক ব্যবহার ছাড়াই তৈরি করা যায়। মানুষও স্বস্তি পান। 

4/6

পুরনো পোশাক রিমডেলিং থেকে শুরু করে বারবার ভেষজ রঙে ডাই করা, প্রাকৃতিক রঙে নতুন হয়ে উঠছে পোশাক। 

5/6

এসব পোশাকের দাম একটু বেশি পড়ছে ঠিকই কিন্তু মধ্যবিত্তের পকেটের মধ্যেই থাকছে। বিশেষ করে গরমের দিনে মানুষ এই সমস্ত পোশাক পরারই চেষ্টা করেন। 

6/6

 আজ বিশ্ব পরিবেশ দিবসে পোশাকও পুনর্ব্যবহারযোগ্য করে তোলা হচ্ছে। যা পরিবেশ বান্ধব বলেই বিবেচিত।