ইন্টারনেটের সমস্যায় ওয়ার্ক ফ্রম হোমে কাজ লাটে উঠেছে? জেনে নিন কী করবেন

| Mar 25, 2020, 21:05 PM IST
1/5

ইন্টারনেটের স্পিড ভোগাচ্ছে?

ইন্টারনেটের স্পিড ভোগাচ্ছে?

লক ডাউনের জেরে ক্রমশই বাড়ছে ইন্টারনেটের ব্যবহার সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে নেটওয়ার্কের সমস্যাও। পরিষেবা প্রদানকারী সংস্থাগুলির হেল্পলাইন নম্বরও কাজ করছে না অনেক জায়গায়। এই পরিস্থিতিতে কী করবেন? রইল সহজ সমাধান...

2/5

ইন্টারনেটের স্পিড ভোগাচ্ছে?

ইন্টারনেটের স্পিড ভোগাচ্ছে?

সবার আগে আপনাকে জানতে হবে আপনার ব্রডব্যান্ড স্পিড কত? আপনার বাড়ির ইন্টারনেট কানেকশন যদি স্ট্যাটিক ব্রডব্যান্ড হয় তবে সবচেয়ে ভাল। কারণ, আপনার মোবাইলের নেট শেষ হয়ে গেলে রিচার্জের জন্য সমস্যায় পড়তে হতে পারে আপনাকে।

3/5

ইন্টারনেটের স্পিড ভোগাচ্ছে?

ইন্টারনেটের স্পিড ভোগাচ্ছে?

প্রথমে আপনার বাড়ির ওয়াইফাই রাউটারটি রিবুট করে নিন। এর ফলে আপনাকে আগের মতন কম ইন্টারনেট স্পিডের সমস্যার সম্মুখীন হতে হবে না। এই সমস্যা মিটে যাবে অনেকটাই।

4/5

ইন্টারনেটের স্পিড ভোগাচ্ছে?

ইন্টারনেটের স্পিড ভোগাচ্ছে?

কাজের মধ্যে দু-একবার রাউটারটি বন্ধ রাখুন কিছু সময়ের জন্য। তবে একই রাউটার দিয়ে যদি বাড়িতে অনেকগুলি স্ট্রিমিং একসঙ্গে চলতে থাকে সে ক্ষেত্রে সমস্যা ও বাড়তে পারে।

5/5

ইন্টারনেটের স্পিড ভোগাচ্ছে?

ইন্টারনেটের স্পিড ভোগাচ্ছে?

পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে অফিসের কাজের সময়টা অন্য সদস্যদের গেম বা মুভি দেখাটা বন্ধ রাখতে বলুন বা আলোচনা করে সময়টা ভাগ করে দিন। তাহলেই সমস্যা একেবারে মিটে যাবে।