1/7
লক্ষ্মীপুজোর হাত ধরেই শুরু দুর্গাপুজো
2/7
বাণিজ্যপথে
কথিত আছে, ১১২৬ সালে বর্ধমান রাজপরিবারের বংশধর শান্তিমোহন রায় বাণিজ্য করতে যাচ্ছিলেন রূপনারায়ণ নদী দিয়ে। বাণিজ্য করতে যাওয়ার পথে তিনি আমতার জয়পুরের এই এলাকায় নোঙর করেন রাত্রিযাপনের জন্য। তখন এ অঞ্চল দিয়েই বইত রূপনারায়ণ (এখন তা সরে গিয়েছে)। সেদিন নদীতীরে রাত্রিবাসের সময়ে শান্তিমোহন স্বপ্নাদেশ পান-- এই এলাকায় গজলক্ষী পুজো করতে হবে। এর পরই গজমাতা দেবীর মন্দির তৈরি করে সেখানে লক্ষ্মীপুজোর সূচনা করেন শান্তিমোহন। কিন্তু ঘটনার এখানেই শেষ হয় না। শান্তিমোহন আবারও এক স্বপ্নাদেশ পান। সেই স্বপ্নে দেবী তাঁকে বলেম-- 'ওই একই জায়গায় আমারও আরাধনা করো।' অর্থাৎ, দুর্গার আরাধনা করার নির্দেশ আসে। শুরু হয় সেই পুজোও।
photos
TRENDING NOW
3/7
নতুন ভবন
4/7
দুর্গামঞ্চ
5/7
পুরনো রায়বাড়ি
6/7
প্রাচীনতা
7/7
দুর্গামন্দির
photos