আইসোলেশন ওয়ার্ড-কোয়ারেন্টাইন- রাজ্যকে সাহায্যে তৈরি শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট

Mar 18, 2020, 22:43 PM IST
1/6

নিজস্ব প্রতিবেদন: বিলেত ফেরত তরুণের শরীরে ধরা পড়েছে করোনাভাইরাসের উপস্থিতি। হঠাত্ করে ভিড় বেড়ে গিয়েছে বেলেঘাটা হাসপাতালে। এমতাবস্থায় এগিয়ে এল কলকাতা বন্দর বা ডঃ শ্য়ামাপ্রসাদ মুখার্জি পোর্ট (Dr Syama Prasad Mookerjee Port)।   

2/6

শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্টে তৈরি করা হয়েছে আপত্কালীন আইসোলেশন ওয়ার্ড। থাকছে ৮টি বেড।  

3/6

২টি ভেন্টিলেটর ও ২টি বাইপ্যাপ মেশিনও রয়েছে ওই ওয়ার্ডে। থাকছে নেবুলাইজার মেশিন। সাকশন মেশিন ও মনিটরও রয়েছে। 

4/6

এর পাশাপাশি রিমাউন্ট রোডে তৈরি করা হয়েছে কোয়ারেন্টাইন। সেখানে রয়েছে ১২টি শয্যা। 

5/6

বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, সমস্ত আধুনিক ব্যবস্থাই থাকছে। রাজ্য সরকার চাইলে সাহায্য নিতে পারে। 

6/6

প্রসঙ্গত, গত জানুয়ারিতে কলকাতা পোর্টস্ট্রাটকে নতুনকরণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নাম দেন, ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট।