নিয়ম মানেন না, করোনার ভয় নেই! মাস্ক তৈরির কারখানায় মাস্ক না পরেই হাজির ট্রাম্প

May 06, 2020, 13:50 PM IST
1/5

মাস্ক না পরেই হাজির ট্রাম্প

মাস্ক না পরেই হাজির ট্রাম্প

ফ্যাক্টরির বাইরে বড় বড় অক্ষরে লেখা ছিল, এখানে মাস্ক না পরে প্রবেশ নিষেধ। অথচ তিনি ঢুকে পড়লেন হন হন করে। মুখে মাস্ক নেই। চোখে চশমা রয়েছ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাঙ্গপাঙ্গদের মুখেও মাস্ক ছিল না। এই অবস্থাতেই তাঁরা ঘুরে দেখলেন মাস্ক তৈরির ফ্যাক্টরি।

2/5

মাস্ক না পরেই হাজির ট্রাম্প

মাস্ক না পরেই হাজির ট্রাম্প

কাজ কেমন চলছে, উৎপাদনের হার কী রকম, উৎপাদন বাড়ানো যায় কিনা, এসবই দেখতে অ্যারিজোনায় একটি ফেস মাস্ক তৈরির ফ্যাক্টরিতে গিয়েছিলেন ট্রাম্প। হানিওয়েল ইন্টারন্যাশনাল নামের ওই মাস্ক তৈরির ফ্যাক্টরি সবেমাত্র চালু হয়েছে।  

3/5

মাস্ক না পরেই হাজির ট্রাম্প

মাস্ক না পরেই হাজির ট্রাম্প

ট্রাম্পের সঙ্গে মাস্ক ছাড়া ফ্যাক্টরিতে ঘুরলেন কোম্পানির চিফ এগজিকিউটিভ অফিসার, হোয়াইট হাউজ চিফ অফ স্টাফ ও ট্রাম্পের সঙ্গে থাকা হোয়াইট হাউসের জনা কয়েক কর্মকর্তাও। এমনকী ওয়াশিংটন থেকে অ্যারিজোনা যাওয়ার গোটা সফরে ট্রাম্পের মুখে মাস্ক ছিল না।

4/5

মাস্ক না পরেই হাজির ট্রাম্প

মাস্ক না পরেই হাজির ট্রাম্প

ইউএস ডিপার্টমেন্ট অফ হেলথের সঙ্গে যৌথ উদ্যোগে মাস্ক তৈরির কাজ করছে হানিওয়েল ইন্টারন্যাশনাল। করোনা সংক্রমণ রুখতে এন নাইন্টি ফাইভ মাস্ক তৈরি করছে তারা।

5/5

মাস্ক না পরেই হাজির ট্রাম্প

মাস্ক না পরেই হাজির ট্রাম্প

নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে মাস্ক ফ্যাক্টরি মাস্ক না পরেই ঘুরে দেখলেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের এমন কাণ্ড নিয়ে সমালোচনা হচ্ছে বিস্তর। কিন্তু তিনি বরাবরের মতো এসবের তোয়াক্কা করছেন না।