#MeToo ছড়াচ্ছে আগুনের মতো, জানেন কে কবে শুরু করেছিলেন এই আন্দোলন?

| Oct 14, 2018, 16:15 PM IST
1/10

জানেন কে কবে শুরু করেছিলেন এই আন্দোলন?

1

একের পর এক মহিলা সোচ্চার হচ্ছেন। প্রায় প্রতিদিন নতুন করে কেউ না কেউ যোগ দিচ্ছেন এই আন্দোলনে। দাবানলের মতো ছড়াচ্ছে আন্দোলন। সোশ্যাল মিডিয়ায় আছড়ে পড়ছে একের পর এক ঝড়। বলিউড তারকা থেকে ক্রিকেট নক্ষত্র, কেউই রেহাই পাচ্ছেন না।

2/10

জানেন কে কবে শুরু করেছিলেন এই আন্দোলন?

2

জানেন কি, কে কবে এই আন্দোলন শুরু করেছিলেন? 

3/10

জানেন কে কবে শুরু করেছিলেন এই আন্দোলন?

3

#MeToo নিয়ে একটা তথ্যচিত্র তৈরি হয়েছিল। সেখানে ১৩ বছর বয়সী এক মেয়ে তাঁর উপর হওয়া যৌন হেনস্থার কথা তুলে ধরেছিল। প্রতিবেশি এক ছেলে তাঁর উপর কীভাবে পাশবিক অত্যাচার করেছিল সে কথা তুলে ধরেছিল মেয়েটি।

4/10

জানেন কে কবে শুরু করেছিলেন এই আন্দোলন?

4

২০১৭ তে হলিউডে ফের হলিউডে মাথা চাড়া দিয়ে উঠেছিল এই আন্দোলন। এলিসা মিলানো সরব হয়েছিলেন সেবার।

5/10

জানেন কে কবে শুরু করেছিলেন এই আন্দোলন?

5

শুধু হলিউড বা বলিউড তারকা নয়, চাইলে কোনও সাধারণ মেয়েও এই আন্দোলনে সামিল হতে পারেন। নিজের উপর হওয়া অত্যাচারের কথা তুলে ধরতে পারেন।

6/10

জানেন কে কবে শুরু করেছিলেন এই আন্দোলন?

6

২০০৬ সালে প্রথমবার এই আন্দোলন শুরু হয়। 

7/10

জানেন কে কবে শুরু করেছিলেন এই আন্দোলন?

7

যে মেয়েরা কোনও না কোনও সময়ে যৌন হেনস্থার শিকার হয়েছেন তাঁরা প্রত্যেকেই এই আন্দোলনে সাড়া দিতে পারেন।

8/10

জানেন কে কবে শুরু করেছিলেন এই আন্দোলন?

8

আমেরিকার জনপ্রিয় সমাজসেবী তারানা বুর্ক প্রথমবার এই আন্দোলন শুরু করেছিলেন। ২০০৬ এ। 

9/10

জানেন কে কবে শুরু করেছিলেন এই আন্দোলন?

9

তিনিই এই আন্দোলনের নামকরণ করেন। এর পর মহিলাদের উত্সাহিত করেন হেনস্থার কথা প্রকাশ্যে আনার জন্য। 

10/10

জানেন কে কবে শুরু করেছিলেন এই আন্দোলন?

10

তারানা বুর্ক দীর্ঘদিন ধরে এই আন্দোলন চালিয়ে গিয়েছেন। তাঁর অনুপ্রেরণায় বিশ্বজুড়ে বহু নারী নিজেদের উপর হওয়া অন্যায়ের কথা জনসমক্ষে তুলে ধরেছেন। ঠিক যেমনভাবে তনুশ্রী দত্ত, সোনা মহাপাত্র, রিচা চাড্ডারা তুলে ধরছেন।