Diwali 2022: মণীশের পার্টিতে জমিয়ে নাচ রবিনা, কাজল, মাধুরী, ঐশ্বর্যর

পার্টি মুডে বলিউড...

| Oct 21, 2022, 20:13 PM IST

দিওয়ালি শুরু হতে আরও কয়েকটা দিন বাকি, তবে বলিউড ইতিমধ্যেই দিওয়ালি মুডে চলে গিয়েছে। সেলিব্রেশনে মজেছেন তারকারাও। বৃহস্পতিবার দিওয়ালি পার্টি দিয়েছিলেন ফ্যাশান ডিজাইনার মণীশ মালহোত্রী। কে না ছিলেন না সেখানে। গিয়েছিলেন ঐশ্বর্য রাই বচ্চন, অভিষেক বচ্চন, ক্যাটরিনা কাইফ, ভিকি কৌশল, সারা আলি খান, সুহানা খান, জাহ্নবী কাপুর, শানায়া কাপুর, অনন্যা পাণ্ডে, মালাইকা অরোরা, রবিনা ট্যান্ডন, মাধুরী দীক্ষিত, কাজস, করণ জোহর, কার্তিক আরিয়ান, সিদ্ধার্থ মালহোত্রা, নোরা ফতেহি সহ আরও অনেকে। 

1/9

লেন্সবন্দি ৪ বলি ডিভা

 মণীশ মালহোত্রার পার্টিতে দিওয়ালি পার্টিতে একসঙ্গে লেন্সবন্দি হলেন মাধুরী, কাজল, রবিনা, ঐশ্বর্যরা। 

2/9

নাচের মুডে তারকারা

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

বসে বসেই জমিয়ে নাচতে দেখা গেল কাজল, মাধুরী, ঐশ্বর্য, রবিনাদের, সঙ্গ দিলেন মণীশ মালহোত্রা। 

3/9

রবিনার সাজ

পরনে সবুজ লেহেঙ্গা চোলি, কানে ভারী দুল, মাথায় টিকলি আর সঙ্গে মানানসই মেকআপের সঙ্গে ছোট্ট টিপে বেশ মানিয়েছিল রবিনা ট্যান্ডনকে। 

4/9

জমিয়ে নাচ

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

মাধুরী ও তাঁর স্বামী শ্রীরাম মাধব নেনের সঙ্গে তখন জমিয়ে নাচছেন রবিনা ট্যান্ডন। 

5/9

অভিষেক-রবিনা

অভিষেক বচ্চনের সঙ্গে রবিনা ট্যান্ডন। লাল শেরওয়ানিতে দেখা গেল অভিষেককে। 

6/9

তাপসী ও রবিনা

তাপসী পান্নুর সঙ্গে পোজ দিয়ে ছবি রবিনা ট্যান্ডনের। সাদা লেহেঙ্গা চোলিতে গর্জাস সাজে দেখা গেল তাপসীকে। 

7/9

অদিতি, শারদা ও রবিনা

মণীশ মালহোত্রার দিওয়ালি পার্টিতে অভিনেত্রী অদিতি রায় হায়দারী ও নিউমেরোলজিস্ট শারদা সাল্লার সঙ্গে রবিনা।

8/9

রবিনা ও ঐশ্বর্য

রবিনা ট্যান্ডনের সঙ্গে ঐশ্বর্য। বহুদিন পর বন্ধুকে পেয়ে জড়িয়ে ধরে পোজ দিলেন রাই সুন্দরী। 

9/9

মণীশকে রবিনার ধন্যবাদ

সুুন্দর একটি দিওয়ালি পার্টি উপহার দেওয়ার জন্য ফ্যাশান ডিজাইনার বন্ধু মণীশ মালহোত্রাকে ধন্যবাদ জানাতে ভোলেননি রবিনা।