'জলে নামলে সেরে যায় রোগ', করোনা আতঙ্কেও চলছে সাঁতারের ক্লাস

Mar 14, 2020, 12:24 PM IST
1/5

শ্রাবন্তি সাহা: লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। মৃত্যুর তালিকাতেও নাম নেহাত কম নেই। করোনা আতঙ্কের আঁচ পড়ছে সর্বত্রই। কলকাতায় ইতিমধ্যেই বন্ধ করে দেওযা হয়েছে সাউথপয়েন্ট।

2/5

শহরের বড় সুইমিং ক্লাবগুলো যদিও এখনই এ নিয়ে কোনও ব্যবস্থা নিচ্ছে না। পদ্মপুকুর ক্লাব মার্চের ১৫ ক্লাব খোলা হবে। 

3/5

ভবানীপুর সুইমিং ক্লাব কর্তারা জানাচ্ছেন, করোনা নিয়ে স্বাস্থ্য দফতরের কোন নির্দেশিকা নেই। ফলে তারা মার্চেই ক্লাব খুলবেন। তবে কিছুটা সতর্কতা রাখা হবে।

4/5

যেমন সেখানে হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা রাখা হবে। মন্ত্রী সুব্রত মুখার্জির ক্লাব সাদার্ন এভেন্যুতে প্রশিক্ষণ নিতে আসার সংখ্যা ক্রমশ কমছে। আগামিকাল তারা সিদ্ধান্ত নেবেন আদৌ ক্লাব খোলা রাখা হবে কিনা। 

5/5

করোনা মোকাবিলায় কী করা উচিত তা নিয়ে ধন্দে সাঁতারুরাও। প্রাক্তন সাঁতারু রুমা অধিকারীর বিশ্বাস, জলে নামলে শরীরে বহু রোগ সেরে যায়। তাই সাঁতার বন্ধের কোন কারণ নেই।