মাত্রাতিরিক্ত পণ্যবোঝাই-এর কারণেই বিপত্তি, মানিকচকের লঞ্চডুবির ঘটনায় এখনও নিখোঁজ ৩

Nov 24, 2020, 11:42 AM IST
1/5

দু-একটি নয়, পরপর দশটি লরি তলিয়ে যায় গঙ্গায়। সেইসময় লরিতেই ছিলেন চালক-খালাসিরা।   

2/5

সবাইকে নিয়েই লরি ডুবে যায় গঙ্গায়। চাঞ্চল্য ছড়ায় মালদার মানিকচক ঘাটে। লঞ্চ থেকে নামার সময় আচমকা ভেসেল ভেঙে পড়ে যায় একের পর এক পাথরবোঝাই লরিগুলি। জলে ডুবে যান ২৩ জন।   

3/5

এদের মধ্যে বেশ কয়েকজনকে উদ্ধার করা হয়। আরও বেশ কয়েকজন সাঁতরে পারে ওঠেন। এখনও নিখোঁজ তিন জন।   

4/5

খবর পেয়ে ঘটনাস্থলে দমকল বাহিনী ও পুলিস। চলছে উদ্ধারের চেষ্টা। প্রতিদিনই ঝাড়খণ্ডের সঙ্গে লঞ্চফেরি সার্ভিস চলে গঙ্গার এই ঘাটে। এখনও অবধি ক্রেন দিয়ে একটি লরি তোলা সম্ভব হয়েছে।   

5/5

এদিনও সেইমতো ঝাড়খণ্ড থেকে মালদার মানিকচক ঘাটে আসছিল মালবাহী লরিগুলি। ঘাটে নামার সময় এই বিপত্তি। সন্দেহ, মাত্রাতিরিক্ত পাথর বোঝাইয়ের কারণেই এই দুর্ঘটনা। খতিয়ে দেখা হচ্ছে বিষয়টি।