Durga Puja 2023: সিনেমা-নাটকের পর এবার পুজোর মণ্ডপ পরিকল্পনায় জনপ্রিয় পরিচালক...

Bappa: রামকৃষ্ণ স্বামিজী স্মৃতি সংঘের সপ্তম বর্ষের থিম সুন্দরবনের বনদেবী। এই পুজোতেই মন্ডপ ও প্রতিমার আলোক পরিকল্পনা করেন পরিচালক বাপ্পা। পরিচালক বলেন, যেহেতু ডিজাইন নিয়ে পড়াশোনা তাই সবসময়ই চ্যালেঞ্জিং কিছু করতে ইচ্ছে হয়, বাকি দর্শকরাই বিচার করছেন তাদের কেমন লেগেছে।

Oct 20, 2023, 20:40 PM IST
1/6

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রামকৃষ্ণ স্বামিজী স্মৃতি সংঘের সপ্তম বর্ষের পুজো।  

2/6

এই বছরের থিম সুন্দরবনের বনদেবী, এই পুজোতেই মণ্ডপ ও প্রতিমার আলোক পরিকল্পনা করেন পরিচালক বাপ্পা।  

3/6

প্রতিমা শিল্পী সুধীর কুমার মাইতি।  

4/6

ইতোমধ্যেই প্রচুর মানুষের সমাগম হচ্ছে প্রতিদিন। মানুষের মন কেড়েছে বনদেবীর আলোক পরিকল্পনা। এক অন্যরকম আবহাওয়া তৈরী হয়েছে গঙ্গার তীরে।  

5/6

বাপ্পা মনে করেন, সিনেমা, থিয়েটার করার পাশাপাশি, যে কোনো রকমেরই আর্টের কাজের সঙ্গে যুক্ত থাকলেই কাজের ভাবনা তরান্বিত হয়।  

6/6

বাপ্পা বলেন, যেহেতু ডিজাইন নিয়ে পড়াশোনা তাই সবসময়ই চ্যালেঞ্জিং কিছু করতে ইচ্ছে হয়, বাকি দর্শকরাই বিচার করছেন তাদের কেমন লেগেছে।