ধোনির মতো 'কুল' হতে চান? চাপে মাথা ঠাণ্ডা রাখার কৌশল বললেন খোদ ধোনিই

Oct 17, 2019, 14:48 PM IST
1/5

চাপ কাটাবেন কী করে, বলছেন ধোনি

চাপ কাটাবেন কী করে, বলছেন ধোনি

অনেকেরই প্রশ্ন, এত চাপের মধ্যে তিনি কী করে শান্ত থাকেন! কীভাবে নিজের এই কুল ইমেজ বজায় রাখেন এমএস ধোনি! তার মানে কি তাঁর আবেগ বলে কিছু নেই! এতটা মাথা ঠাণ্ডা রাখা কি সব সময় সম্ভব!

2/5

চাপ কাটাবেন কী করে, বলছেন ধোনি

চাপ কাটাবেন কী করে, বলছেন ধোনি

ক্যাপ্টেন কুল- নামটা তাঁর চরিত্রের সঙ্গে মানানসই। তিনি যে কোনও পরিস্থিতি মাথা ঠাণ্ডা রেখে সামলে দিতে পারেন। কিন্তু কীভাবে এতটা শান্ত থাকেন ধোনি! এটাই যেন আসল প্রশ্ন। এবার এই প্রশ্নের উত্তর দিলেন ধোনি নিজেই। 

3/5

চাপ কাটাবেন কী করে, বলছেন ধোনি

চাপ কাটাবেন কী করে, বলছেন ধোনি

ধোনি বললেন, ''আমারও হতাশা আসে। আমার আবেগ, অনুভূতিও বাকি সবার মতো। দুঃসময়ে আর পাঁচজনের মতো রাগ, ক্ষোভ, দুঃখ ও হতাশা হয়। তবে সেই অনুভূতিগুলো গঠনমূলক নয়। আবেগ নিয়ন্ত্রণ করতেও জানি। চাপের মুহূর্তে অকারণ চিন্তার পরিবর্তে কী করা উচিত, সেটা নিয়ে ভাবনা চিন্তা করা আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে হয়।''

4/5

চাপ কাটাবেন কী করে, বলছেন ধোনি

চাপ কাটাবেন কী করে, বলছেন ধোনি

ধোনি আরও বললেন, ''টেস্ট ম্যাচ দীর্ঘ। তাই ভাবার জন্য বেশি সময় পাওয়া যায়। কঠিন পরিস্থিতি থেকে ফিরে আসার সুযোগ টেস্টে বেশি।কিন্তু সীমিত ওভারের ক্রিকেটে সেই সুযোগ কম। মাথা ঠাণ্ডা না রাখলে টার্নিং পয়েন্টগুলো হাত ফসকে যেতে পারে।''

5/5

চাপ কাটাবেন কী করে, বলছেন ধোনি

চাপ কাটাবেন কী করে, বলছেন ধোনি

ধোনি বলছিলেন, কোনও সময় সমস্যা আসতে পারে। কিন্তু চাপের মুহূর্তে অহেতুক চিন্তা করার কোনও মানে নেই। তার থেকে কীভাবে সেই পরিস্থিতি থেকে বেরনো যায় সেটা নিয়ে ভাবাটা বেশি কাজের।''