বাংলাদেশের ঢাকা শহর বসবাসের অযোগ্য, বলছে আন্তর্জাতিক রিপোর্ট

Sep 05, 2019, 15:00 PM IST
1/5

বসবাসের অযোগ্য ঢাকা

বসবাসের অযোগ্য ঢাকা

যানজটের জন্য বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের দুর্নাম ছিল বটে। তবে ঢাকা নিয়ে এমন রিপোর্ট এর আগে প্রকাশ পায়নি। জানা যাচ্ছে, ঢাকা শহর বাসের অযোগ্য। 

2/5

বসবাসের অযোগ্য ঢাকা

বসবাসের অযোগ্য ঢাকা

দ্য ইকোনমিস্ট ইনটেলিজেন্স ইউনিটে (ইআইইউ) একটি রিপোর্ট প্রকাশ করেছে। লন্ডনের এই প্রতিষ্ঠান দাবি করেছে, বসবাসের অযোগ্য শহরগুলোর মধ্যে রয়েছে ঢাকা। 

3/5

বসবাসের অযোগ্য ঢাকা

বসবাসের অযোগ্য ঢাকা

পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা, সংস্কৃতিসহ একাধিক বিষয়ের উপর ভিত্তি করে তালিকা প্রকাশ করেছে তারা। বসবাসের অযোগ্য শহরগুলির মধ্যে শীর্ষে রয়েছে দামাস্কাস। দ্বিতীয় স্থানে লাগোস। তিনেই রয়েছে ঢাকা। 

4/5

বসবাসের অযোগ্য ঢাকা

বসবাসের অযোগ্য ঢাকা

যুদ্ধ বিধ্বস্ত লিবিয়ার রাজধানী ত্রিপোলির অবস্থাও নাকি ঢাকার থেকে ভাল। এমনটাই দাবি করেছে সেই প্রতিষ্ঠান। এমন একটি রিপোর্ট অবশ্য বাংলাদেশের মানুষের মন খারাপ করে দিতে পারে।   

5/5

বসবাসের অযোগ্য ঢাকা

বসবাসের অযোগ্য ঢাকা

সব দিক থেকে সেরা শহরগুলোর মধ্যে শীর্ষে রয়েছে ভিয়েনা। দুইয়ে মেলবোর্ন। তিনে সিডনি। পাকিস্তানের করাচি শহরকেও বসবাসের অযোগ্য বলে দাবি করা হয়েছে সেই রিপোর্টে।