হুগলির দশঘড়ায় চলছে 'গোলন্দাজ'-এর শ্যুটিং, নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর বেশে দেব

Dec 10, 2020, 13:20 PM IST
1/8

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Dev FC © (@worldofprateeti)

ফের ময়দানে ফিরেছেন দেব, সঙ্গে টিম 'গোলন্দাজ'। প্রথম পর্যায়ে শ্যুটিং করতে গিয়ে পায়ে চোট পেয়েছিলেন দেব। আর তার ঠিক পরপরই শুরু হয় করোনার উপদ্রব। তাই বেশ কয়েকমাস ছবির কাজ বন্ধ থাকার পর আবারও শুরু হয়েছে ছবির শ্যুটিং।   ছবি-worldofprateetiইনস্টাগ্রাম পেজ

2/8

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Dev FC © (@worldofprateeti)

হুগলির দশঘড়া গ্রামে চলছে ধ্রুব বন্দ্যোপাধ্যায় পরিচালিত দেবের ছবি 'গোলন্দাজ' এর শ্যুটিং।  সেখানে ভারতীয় ফুটবলের জনক নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর বেশে ধরা পড়লেন দেব।    ছবি-worldofprateetiইনস্টাগ্রাম পেজ

3/8

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Dev FC © (@worldofprateeti)

হুগলির দশঘড়া গ্রামে চলা  'গোলন্দাজ' এর  শ্যুটিংয়ের নানান ছবি ও ভিডিয়ো উঠে এসেছে দেবের ফ্যান পেজের পাতায়।    ছবি-worldofprateetiইনস্টাগ্রাম পেজ

4/8

নগেন্দ্রপ্রসাদ আদতে ছিলেন জমিদার বাড়ির ছেলে। দেবের মেক-আপেও সেই জমিদারী স্টাইল, সঙ্গে বাঙালিয়ানা ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে।   ছবি-worldofprateetiইনস্টাগ্রাম পেজ

5/8

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Dev FC © (@worldofprateeti)

নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর ভূমিকায় অভিনয়ের জন্য, তাঁর শরীরী ভাষা আয়ত্ত করার জন্য ওয়ার্কশপ করতে হয়েছে দেবকে। সঙ্গে নিয়মিত ফুলবল খেলের অনুশীলন করতে হয়েছে। যা মোটেও সহজ কাজ নয়।    ছবি-worldofprateetiইনস্টাগ্রাম পেজ

6/8

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Dev FC © (@worldofprateeti)

তবে শুধু হুগলি নয়, এর আগে বর্ধমানের চিকদিঘি-তেও 'গোলন্দাজ'-এর শ্যুটিং করেছেন দেব। বর্ধমানের চিকদিঘি-তেও 'গোলন্দাজ'-এর শ্যুটিং চলাকালীন দেব। সুপারস্টারকে ঘিরে ধরেন উৎসুক জনতা।     ছবি-worldofprateetiইনস্টাগ্রাম পেজ

7/8

এই ছবির জন্য হাজারও ব্যস্ততার মাঝেও সকাল-বিকেল সময় করে পায়ে ফুটবল নিয়ে মাঠে গিয়ে দৌড়েছেন, ঘাম ঝরিয়েছেন। অভিজ্ঞ ফুটবলারদের কাছ থেকে রপ্ত করেছেন খেলার কৌশলও। এমনকি খালি পায়েও ফুটবল প্র্যাকটিস করতে দেখা গিয়েছে তাঁকে। গায়ের রঙে সাদৃশ্য আনতে 'ট্যানড' হয়েছেন। এখানেই শেষ নয়, চরিত্রের প্রয়োজনে কুস্তিও শিখেছেন দেব।      ছবি-worldofprateetiইনস্টাগ্রাম পেজ

8/8

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Dev FC © (@worldofprateeti)

তবে শুুধু দেব নয়,  'গোলন্দাজ'-এর কাজ শুরু করেছেন অভিনেত্রী ইশা সাহা। নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারির স্ত্রী কমলিনির চরিত্রে রয়েছেন ইশা। প্রথমবার ইশার সঙ্গে জুটি বাঁধছেন দেব। ছবিতে দেবের বাবার ভূমিকায় নাকি দেখা যাবে শ্রীকান্ত আচার্যকে। ছবিতে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবেন অনির্বাণ ভট্টাচার্য, তাঁকে দেখা যাবে স্বাধীনতা সংগ্রামী ভার্গবের ভূমিকায়।