Gourab-Devlina : জামাইষষ্ঠীতে কব্জি ডুবিয়ে খেলেন উত্তমকুমারের নাতি, কী ছিল মেনুতে?

Jun 05, 2022, 16:58 PM IST
1/6

বিয়ের দ্বিতীয় বছর, জামাইষষ্ঠীতে হাজির গৌরব

Gourab Chatterjee's jamai sasthi 6

২০২০ সালে দীর্ঘদিনের বান্ধবী দেবলীনা কুমারের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছিলেন অভিনেতা গৌরব চট্টোপাধ্যায়। এবার বিয়ের দ্বিতীয় বছর, জামাইষষ্ঠীর রীতি মেনে দেবলীনার সঙ্গে শ্বশুরবাড়িতে হাজির হয়েছিলেন উত্তমকুমারের নাতি অভিনেতা গৌরব চট্টোপাধ্যায়।  

2/6

শাশুড়িমা দেবযানী কুমারের সঙ্গে গৌরব

Gourab Chatterjee's jamai sasthi 4

প্রথা মেনেই পালিত হল জামাইষষ্ঠীর রীতি রেওয়াজ। জামাই গৌরবকে খাইয়েও দিলেন শাশুড়িমা দেবযানী কুমার। 

3/6

লজ্জা পেলেন গৌরব

Gourab Chatterjee's jamai sasthi 5

শাশুড়িমা দেবযানী কুমার হাতপাখা নিয়ে হাওয়া করার সময় অপ্রস্তুত হয়ে পড়লেন গৌরব। কিছুটা লজ্জা পেয়ে গৌরব বলেই ফেললেন 'এটা কী বাজে, অস্বস্তিকর বিষয়'।

4/6

গৌরব-দৌবলীনার পোজ

Gourab Chatterjee's jamai sasthi 2

জামাইষষ্ঠীর দিন খাওয়ার টেবিলে বসে গৌরবের সঙ্গে পোজ দিলেন উত্তম কুমারের নাতবউ দেবলীনা কুমার। এদিন গৌরবের পরনে ছিল ট্রাডিশনাল পাঞ্জাবি এবং ধুতি। অন্যদিকে দেবলীনার পরনে ছিল নীল রঙের প্রিন্টেড শাড়ি।

5/6

গৌরবের জামাইষষ্ঠীর মেনু

Gourab Chatterjee's jamai sasthi 1

জামাইষষ্ঠীতে গৌরবের জন্য মেনুটা কিন্তু ছিল বেশ লম্বা। ভাত, ডাল, আলুভাজা, বিভিন্ন ধরনের ভাজা, পোলাও, ডাব চিংড়ি, মাংস, দই, চাটনি, মিষ্টি কোনও কিছুই বাদ ছিল না। জামাই গৌরবের জন্য থালা ভরে বাঙালি খাবার সাজিয়ে দিয়েছিলেন দেবলীনার মা দেবযানী কুমার। 

6/6

মা-বাবার সঙ্গে গৌরব-দেবলীনা

Gourab Chatterjee's jamai sasthi 3

জামাইষষ্ঠীর দিন দেবলীনা কুমারের বাবা-মা, তৃণমূল নেতা দেবাশিস কুমার এবং তাঁর স্ত্রী দেবযানী কুমারের সঙ্গে ব্যালকনিতে লেন্সবন্দি গৌরব।