Dev Photo: রবিবাসরীয় সকালে কাশী বিশ্বনাথ মন্দির দর্শনে দেব

| Jul 31, 2022, 12:23 PM IST
1/6

বিশ্বনাথ মন্দিরে দেব

Dev in Varanasi

জি ২৪ ঘণ্টা ডিজিটাল: রবিবার বেনারসের বিশ্বনাথ মন্দিরে দেখা গেল দেবকে। এদিন সকাল সকালই মন্দিরে পুজো দেন অভিনেতা। 

2/6

বিশ্বনাথ মন্দিরে দেব

Dev in Viswanath Mandir

অভিনেতার পরনে ছিল নীল রঙের পাঞ্জাবী, শিবের ত্রিশূল আঁকা উত্তরীয়, গলায় আকন্দ ফুলের মালা, কপালে লেপা সাদা চন্দন। 

3/6

সঙ্গে অভিজিৎ

Dev with Avijit in Vishwanath Mandir

দেব একা নন, তাঁর সঙ্গে ছিলেন পরিচালক অভিজিৎ সেন। 

4/6

বেনারসে 'প্রজাপতি'

Projapoti shooting in Varanasi

শুক্রবার বেনারস উড়ে গেছে টিম 'প্রজাপতি'। দেবের আগামী ছবির শেষাংশ শ্যুট হবে সেখানেই।  

5/6

টিম 'প্রজাপতি'

Dev alongwith Projapoti in Varanasi

ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে দেব ও মিঠুন চক্রবর্তীকে। ছবিতে তাঁরা রয়েছেন বাবা-ছেলের চরিত্রে। বেনারসে শ্যুটে হাজির তারকারা। 

6/6

শ্যুটিংয়ে 'প্রজাপতি'

Projapoti release

কলকাতায় শ্যুট হয়েছে ছবির প্রথম অংশের। পর্দায় বাবা-ছেলের চরিত্রে মিঠুন-দেবকে দেখতে অপেক্ষায় অনুরাগীরা।