Dev-Rukmini: ‘আমার একমাত্র সত্য’, সিঁথিতে সিঁদুর, হাতে শাঁখা-পলা! রুক্মিনীর জন্মদিনে নয়া ঘোষণা দেবের...

Rukmini Maitra: মঙ্গলবার ৩২ বছর পূর্ণ করলেন টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী রুক্মিনী মৈত্র। তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইলে চোখ রাখলেই দেখা যায় গোটা জুন মাস ধরেই জন্মদিনের সেলিব্রেশনে নায়িকা। জন্মদিনের আগের রাতে ভাইঝি আমাইরার সঙ্গে পার্টি করতেও দেখা যায় তাঁকে।

| Jun 27, 2023, 15:44 PM IST
1/6

দেব-রুক্মিনী

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এবার ব্যোমকেশ দেবের সত্যবতী হয়ে পর্দায় আসবেন রুক্মিনী। প্রেমিকার জন্মদিনে সত্যবতীর প্রথম লুক প্রকাশ্যে আনলেন দেব।  

2/6

দেব-রুক্মিনী

সিঁথিতে সিঁদুর, হাতে শাখা পলা, পোস্টারে ফ্রেমবন্দি হয়েছেন অন্তঃসত্ত্বা সত্যবতী।  

3/6

দেব-রুক্মিনী

তাঁর এই নয়া লুক বেশ পছন্দ করেছে নেটিজেনরা। তবে শুধু পোস্টারই নয়, সিনেমায় ব্যোমকেশ ও সত্যবতীর রোমান্টিক কিছু মুহূর্তের ছবিও প্রকাশ্যে আনেন দেব।  

4/6

দেব-রুক্মিনী

রুক্মিনীর সঙ্গে প্রায়ই ঘুরতে যান দেব। মলদ্বীপে ঘুরতে গিয়ে সমুদ্র সৈকতে রোমান্চিক মুডে ধরা দেন দুই তারকা।  

5/6

দেব-রুক্মিনী

সেই সব অদেখা ছবি পোস্ট করে দেব লেখেন, ‘আমার একমাত্র সত্য’। ক্যাপশনে কোথাও যেন মিলে মিশে একাকার বাস্তব ও চিত্রনাট্য।  

6/6

দেব-রুক্মিনী

দেবের রোমান্টিক পোস্ট দেখেই প্রশ্ন জাগছে ফ্যানেদের মনে, কবে এক হচ্ছে চারহাত?