Rukmini Maitra Birthday: রুক্মিনীর জন্মদিনে জমজমাট পার্টি, আমন্ত্রিতের তালিকায় ছিলেন কারা?

Dev-Rukmini: বৃহস্পতিবার রুক্মিনীর জন্মদিনে একগুচ্ছ অদেখা ছবি পোস্ট করেন দেব। দেব লেখেন, 'শুভ জন্মদিন রুক্মিনী। তোমার উপস্থিতিতে আমার জীবন এত সুন্দর করে তোলার জন্য ধন্যবাদ। তুমি জীবনে যা চাও, সব যে পাও, এটা ভগবানের কাছে প্রার্থনা'।অভিনেতা বলেন যে রুক্মিনীই তাঁর সেরা ট্রাভেল পার্টনার। এদিন জন্মদিন উপলক্ষ্যে একটি পার্টির আয়োজন করেছিলেন অভিনেত্রী। আমন্ত্রিতের তালিকায় তারকার হাট। 

| Jun 28, 2024, 20:22 PM IST
1/10

জন্মদিনের পার্টি

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বৃহস্পতিবার ছিল রুক্মিনীর জন্মদিন। এদিন নায়িকার জন্মদিন উপলক্ষে ছিল একটি জমজমাট পার্টি। স্বভাবতই পার্টিতে একসঙ্গে নজর কাড়েন দেব-রুক্মিনী। 

2/10

জন্মদিনের পার্টি

বার্থডে গার্ল রুক্মিনীর পরনে ছিল লাল রঙের গাউন অন্যদিকে দেবের পরনে ছিল সাদা শার্ট। 

3/10

জন্মদিনের পার্টি

আমন্ত্রিতের তালিকায় ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সৌরভের সঙ্গে পুরো পরিবারকে নিয়ে ফ্রেমবন্দি হলেন দেব। 

4/10

জন্মদিনের পার্টি

জানা যায় জন্মদিনের পার্টিতে বসেই ভারত ইংল্যান্ডের সেমিফাইনাল দেখেন সৌরভ, পাশেই ছিলেন দেব-রুক্মিনী সহ অন্যান্যরাও। 

5/10

জন্মদিনের পার্টি

রুক্মিনীর পার্টিতে আমন্ত্রিত ছিলেন বাবুল সুপ্রিয়ও। বার্থডে গার্লকে উপহার দেওয়ার মুহূর্ত ফ্রেমবন্দি করেন দেব। 

6/10

জন্মদিনের পার্টি

দেবের সঙ্গে এই পার্টিতে হাজির ছিলেন অভিজিৎ সেন ও অতনু রায়চৌধুরীও। 

7/10

জন্মদিনের পার্টি

যে একগুচ্ছ ছবি পোস্ট করেছেন দেব। সেখানে দেখা যায়, রুক্মিনী নয়, নায়িকার মায়ের আদর খাচ্ছেন দেব। 

8/10

জন্মদিনের পার্টি

পার্টির গ্যালারিতে সবচেয়ে সুন্দর ছবিটা দেব ও তাঁর মায়ের। মায়ের সঙ্গে আদুরে, মিষ্টি ছবি পোস্ট করেছেন সুপারস্টার। 

9/10

জন্মদিনের পার্টি

পুরো পরিবারের সঙ্গে ফ্রেমবন্দি হয়েছেন দেব-রুক্মিনী। সেখানে দেখা মেলে দেবের 'স্পা আন্টি'-রও। 

10/10

জন্মদিনের পার্টি

রুক্মিনীর পার্টিতে আমন্ত্রিতের তালিকায় ছিলেন দেব-রুক্মিনীর কাছের বন্ধু পরিচালক রাজা চন্দ ও পিয়ান সরকার।