BorshoBoron: গঙ্গাবক্ষে বর্ষবরণে দেব, রোমান্টিক গানে পা মেলালেন মিঠাই-যমুনা-পিলু ও রানিমার সঙ্গে

Apr 17, 2022, 13:58 PM IST
1/6

গঙ্গাবক্ষে বর্ষবরণ

Borshoboron

নিজস্ব প্রতিবেদন: বাংলা টেলিভিশনে প্রথমবার গঙ্গাবক্ষে বর্ষবরণের অনুষ্ঠান। সঞ্চালনায় বাংলা ইন্ডাস্ট্রির সুপারস্টার দেব।   

2/6

গঙ্গাবক্ষে বর্ষবরণ

Borshoboron 2

দেবের সঙ্গে নববর্ষে আড্ডা দেবেন তাঁর অনস্ক্রিন কাকা পরাণ বন্দ্যোপাধ্যায়  

3/6

গঙ্গাবক্ষে বর্ষবরণ

Borshoboron 3

এছাড়াও হাজির থাকবেন টলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী রূপঙ্কর বাগচী, মনোময় ভট্টাচার্য, সিধু, পটা, সুরজিৎ চট্টোপাধ্যায়, অনীক ধর, অঙ্কিতা, অনুষ্কা সহ আরও অনেকে।   

4/6

গঙ্গাবক্ষে বর্ষবরণ

Borshoboron 4

নববর্ষে দেবের সঙ্গে পা মেলালেন ছোটপর্দার জনপ্রিয় চরিত্র মিঠাই, পিলু, যমুনা সহ আরও অনেকে।   

5/6

গঙ্গাবক্ষে বর্ষবরণ

Borshoboron 5

এই অনুষ্ঠানে শামিল হন ইন্দ্রানী হালদার, শ্রুতি দাস, দেবলীনা কুমার, সৌমিলি ঘোষ সহ একাধিক অভিনেতা। একসঙ্গে গানের তালে পা মেলালেন তাঁরা।   

6/6

গঙ্গাবক্ষে বর্ষবরণ

Borshoboron 6

সবমিলিয়ে নাচে গানে আড্ডায় জমে উঠেছিল গঙ্গাবক্ষে বর্ষবরণ। ১৭ এপ্রিল দুপুর ৩টেয় জি বাংলায় আপনিও শামিল হতে পারেন এই আড্ডায়।