Deoghar Ropeway Accident: 'বোতলেই প্রস্রাব, জলের দরকার হলে সেটাই...' ভয়াবহ অভিজ্ঞতা শোনাল মালদার ২ পরিবার
1/6
মাঝ আকাশে মৃত্য়ুর মুখোমুখি
2/6
ত্রিকূট পাহাড়ে রোপওয়ে দুর্ঘটনা
পরিস্থিতি এতটাই কঠিন ছিল যে, পানীয় জলের সঙ্কট দেখা দিলে প্রস্রাব পান করার পর্যন্ত সিদ্ধান্ত নিয়েছিলেন। সেই কারণে নিজের পরিবারের সদস্যদের বোতলে প্রস্রাব করার পর্যন্ত পরামর্শ দিয়েছিলেন মালদার হরিশ্চন্দ্রপুরের বাসিন্দা বিনয় কুমার দাস। বিনয়ের ৭ জনের পরিবার। পরিবারের সকলকে নিয়েই তিনি ত্রিকূট পাহাড়ে ঘুরতে গিয়েছিলেন।
photos
TRENDING NOW
3/6
রোপওয়ে দুর্ঘটনায় মৃত্যুর মুখোমুখি সবাই
4/6
বোতলে প্রস্রাব করার প্রস্তাব
5/6
আমাদের খাবার-জল দেয়
6/6
২৫ ঘণ্টা আটকে থাকার পর উদ্ধার
বিনয় বাবুর পরিবার ছাড়াও ত্রিকূট পাহাড় থেকে প্রাণে বেঁচে ফিরেছেন মালদার মানিকচক থানার বাকিপুরের বাসিন্দা পুতুল শর্মা। চলতি মাসের ৯ তারিখ স্বামী চন্দ্রমোহন শর্মার সাথে গয়ার উদ্দেশে রওনা হন। যাওয়ার পথে বাসুকিনাথ দর্শনের পর ত্রিকূট পাহাড়ের রোপওয়েতে উঠেছিলেন। হঠাৎ করেই দুর্ঘটনা। প্রায় ২৫ ঘণ্টা আটকে থাকার পর বায়ুসেনার চপার এসে উদ্ধার করে তাঁদের। গতকাল রাতে বাড়ি ফিরেছেন দম্পতি।
photos