কালো টাকা কমেছে; বেড়েছে লেনদেন স্বচ্ছতা, নোট বাতিলের ৪ বছর পূর্তিতে জোর সওয়াল নমোর

Nov 08, 2020, 19:51 PM IST
1/6

রাত আটটায় মাত্র ১০ মিনিটের একটা ভাষণ। চার বছর আগে এই দিনেই প্রধানমন্ত্রীর এক ঘোষণা হইচই ফেলে দিয়েছিল গোটা দেশে। এদিন পাঁচশো ও হাজার টাকার নোট বাতিল বলে ঘোষণা করেন মোদী। চার বছর পর প্রধানমন্ত্রী বলছেন, নোট বাতিল ছিল ভারতের জন্য আশীর্বাদ।

2/6

নোট বাতিলের ৪ বছর পূর্তি উপলক্ষ্যে প্রধানমন্ত্রী মোদী টুইট করেছেন, নোট বাতিলের ফলে অর্থনীতিতে কালো টাকা কমেছে, কর আদায় বেড়েছে। পাশাপাশি দেশে লেনদেনে স্বচ্ছতা বৃদ্ধি পেয়েছে।

3/6

প্রধানমন্ত্রী আরও বলেন, নোট বাতিলের ফলে দেশে উন্নয়নে গতি এসেছে। 

4/6

নোট বাতিলের পক্ষে সওয়াল করেছে বিজেপিও। দলের দাবি, ২০১৬-১৭ সালে ইউপিআইয়ের মাধ্যমে লেনদেন হয়েছিল ৬,৯৫২ কোটি টাকা। ২০১৯-২০ সালে তা বেড়ে হয়েছে ২১ লাখ কোটি টাকা।

5/6

বিজেপি তরফে টুইট করে দাবি করা হয়েছে, ২০১৩-১৪ সালে কর্পোরেট ট্য়াক্সের থেকে ৩৫ শতাংশ বেশি ট্যাক্স আদায় হয়েছে ২০১৮-১৯ আর্থিক বছরে।  

6/6

বিজেপির তরফে আরও বলা হয়েছে, ২০১৬-১৭ সালে আয়কর রিটার্নের সংখ্যা ছিল ৮.০৩ লাখ। ২০১৭-১৮ সালে তা বেড়ে হয় ৯.৪২ লাখ।