গোপন খবর, আগামী মাসেই ভারতে লঞ্চ হবে Royal Enfield-এর 650cc মোটরসাইকেল
Oct 14, 2018, 17:51 PM IST
1/8
অপেক্ষা শেষ হতে চলেছে খুব তাড়াতাড়ি। সম্ভবত আগামী মাসেই ভারতে লঞ্চ হতে চলেছে রয়্যাল এনফিল্ডের নতুন মোটরসাইকেল কনন্টিনেন্টাল ৬৫০ ও ইন্টারসেপ্টর ৬৫০। তাও আবার জলের দরে।
2/8
গত মাসেই মোটরসাইলকেল ২টি মার্কিন যুক্তরাষ্ট্রে লঞ্চ করেছে রয়্যাল এনফিল্ড। খবর ছিল আগামী বছর মোটরসাইকেল ২টি ভারতে লঞ্চ করতে পারে তারা। কিন্তু ডিলারদের সূত্রের খবর, ততদিন অপেক্ষা করতে হবে না। সম্ভবত দীপাবলির পরেই ভারতে লঞ্চ হবে রয়্যাল এনফিল্ডের ৬৫০ সিসি মোটরসাইকেল।
photos
TRENDING NOW
3/8
মোটরসাইকেল দুটিতে থাকবে রয়্যাল এনফিল্ডের ৬৪৮ সিসি অয়েল কুলড ৮ ভালব ইঞ্জিন। যা থেকে ৪৭ হর্স পাওয়ার ক্ষমতা মেলে। সঙ্গে মেলে ৫২ নিউটরমিটার টর্ক।
4/8
বিশেষজ্ঞরা বলছেন, এই মোটরসাইকেল হেসে খেলে ১০০ - ১৩০ কিলোমিটার প্রতি ঘণ্টায় ক্রুজ করবে। মোটরসাইকেল দুটির সর্বোচ্চ গতি হতে পারে ঘণ্টায় ১৬০ কিলোমিটার। মোটরসাইকেলটিতে রয়েছে ৬ স্পিড গিয়ার বক্স।
গত মাসে মার্কিন যুক্তরাষ্ট্রে ৫,৯৯৯ মার্কিন ডলারে লঞ্চ হয়েছে কন্টিনেন্টাল ৬৫০। বিশেষজ্ঞরা বলছেন, ভারতে ৩ লাখ টাকার মধ্যে হতে পারে মোটরসাইকেল দু'টির দাম। সেক্ষেত্রে হট কেকের মতো বিক্রি হতে পারে রয়্যাল এনফিল্ডের এই নতুন বাহন।