১৩ বছর পর ফের টেনিসে ভারত-পাক, ম্যাচ হতে পারে নিরপেক্ষ ভেন্যুতে

| Feb 07, 2019, 16:22 PM IST
1/5

১৩ বছর পর ফের টেনিসে ভারত-পাক!

১৩ বছর পর ফের টেনিসে ভারত-পাক!

১৯৬৪ সালে শেষবার পাকিস্তান সফরে গিয়েছিল ভারতীয় ডেভিস কাপ টিম। সেবার লাহোরে পাকিস্তানকে ৪-০ ব্যবধানে হারিয়েছিল ভারত। তার পর থেকে আর কখনও পাকিস্তানের মাটিতে খেলতে যায়নি ভারতীয় ডেভিস কাপ টিম। ১৯৭৩ সালে একবার মালয়েশিয়াতে মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তান। 

2/5

১৩ বছর পর ফের টেনিসে ভারত-পাক!

১৩ বছর পর ফের টেনিসে ভারত-পাক!

গত ছয়বারের সাক্ষাতে পাকিস্তানের কাছে একবারও হারেনি ভারতীয় দল। ২০০৬-তে মুম্বইতে অনুষ্ঠিত ডেভিস কাপ টাইতে শেষবার মুখোমুখি হয়েছিল দুই দেশের টেনিস টিম। মহেশ ভূপতি, লিয়েন্ডার পেজ, প্রকাশ অমৃতরাজ, রোহন বোপান্নারা সেই ম্যাচে খেলেছিলেন। ভারত টাই জিতেছিল ৩-২ ব্যবধানে।  

3/5

১৩ বছর পর ফের টেনিসে ভারত-পাক!

১৩ বছর পর ফের টেনিসে ভারত-পাক!

এবার আরও একবার টেনিস কোর্টে ভারত-পাক লড়াই দেখার সম্ভাবনা দেখা দিয়েছে। সেপ্টেম্বরে অ্যাওয়ে টাই খেলতে পাকিস্তান যাওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে ভারতীয় ডেভিস কাপ দলের। কিন্তু সরকারের নির্দেশ অনুযায়ী, পাকিস্তানে গিয়ে খেলবে না ভারতীয় দল। দুই দেশের ক্রিকেটও এই শর্ত মেনে বন্ধ। 

4/5

১৩ বছর পর ফের টেনিসে ভারত-পাক!

১৩ বছর পর ফের টেনিসে ভারত-পাক!

ভারত-পাক টাই হলে তা আয়োজিত হতে পারে কোনও নিরপেক্ষ ভেন্যুতে। তবে এক্ষেত্রে টেনিসের সর্বোচ্চ নিয়ামক সংস্থা বেঁকে বসতে পারে। কারণ গত বছরই ঘরের মাঠে উজবেকিস্তান ও কোরিয়ার বিরুদ্ধে টাই আয়োজন করেছিল পাকিস্তান। 

5/5

১৩ বছর পর ফের টেনিসে ভারত-পাক!

১৩ বছর পর ফের টেনিসে ভারত-পাক!

ভারত-পাকিস্তান ডেভিস কাপের এই টাই বেশ গুরুত্বপূর্ণ। কারণ, টাই যে জিতবে সেই দেশ ওয়ার্ল্ড গ্রুপ কোয়ালিফায়ারে খেলার সুযোগ পাবে। তবে আপাতত এই টাইয়ের ভাগ্য ঝুলে রয়েছে। একদিকে, পাকিস্তানে গিয়ে খেলার অনুমতি দেবে না ভারত সরকার। অন্যদিকে, পাকিস্তানকে নিরপেক্ষ ভেন্যুতে খেলতে যাওয়ার অনুমতি নাও দিতে পারে টেনিসের সর্বোচ্চ সংস্থা।