Darjeeling Landslide : তৈরি হচ্ছে নতুন রাস্তা, ২-৩ দিনেই খুলবে 'লাইফলাইন' NH10

Oct 24, 2021, 19:56 PM IST
1/6

নিজস্ব প্রতিবেদন : দিনরাত এক করে কাজ করে চলেছে পূর্ত দফতর। আর ২ থেকে ৩ দিনের মধ্যে খুলে যাবে জাতীয় সড়ক ১০। পূর্ত দফতরের তরফে এমনটাই জানানো হয়েছে।

2/6

শিলিগুড়ি থেকে কালিম্পং থেকে যাওয়ার প্রধান যোগসূত্র NH ১০। কিন্তু ২১ তারিখ সকালে ধস নেমে বন্ধ হয়ে গিয়েছিল এই রাস্তা। তারপর একবার খুললেও, নতুন করে ফের ধস নেমে আবারও বন্ধ হয়ে যায় জাতীয় সড়ক ১০।

3/6

ধসের জেরে রাস্তার একটা অংশ ভেঙে কার্যত মুছে যায়। যার ফলে বিরিক দারায় যান চলাচল ব্যাহত হয়। 

4/6

এই পরিস্থিতিতে নতুন করে পাহাড় কেটে রাস্তা তৈরি করা হচ্ছে। যাতে তাড়াতাড়ি রাস্তা তৈরি করা যায়, তারজন্য দিন রাত এক করে কাজ চলছে।   

5/6

অক্লান্ত পরিশ্রম করে চলেছেন পূর্ত দফতরের কর্মী ও ইঞ্জিনিয়াররা। এপ্রসঙ্গে বলে রাখি, ধস নামার পর থেকেই ঘুরপথে চলছে গাড়ি। 

6/6

তবে শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার রাস্তা NH ৫৫-এ কোনও অসুবিধা নেই। পাশাপাশি, উত্তরবঙ্গের সমস্ত বড় রাস্তা-ই সারিয়ে ফেলা হয়েছে। যান চলাচল শুরু হয়েছে।