চাকরি হারালেন সুনীল যোশী, নিউ জিল্যান্ডের কিংবদন্তি স্পিনার এবার বাংলাদেশের বোলিং কোচ

Jul 28, 2019, 15:56 PM IST
1/4

চাকরি গেল সুনীল যোশীর

চাকরি গেল সুনীল যোশীর

বিশ্বকাপের পরই বাংলাদেশের বোলিং কোচ হিসাবে মেয়াদ শেষ হয়েছিল সুনীল যোশীর। বাংলাদেশ ক্রিকেট বোর্ড আর নতুন করে চুক্তি করল না। ফলে চাকরি হারালেন ভারতের প্রাক্তন স্পিনার সুনীল যোশী। 

2/4

চাকরি গেল সুনীল যোশীর

চাকরি গেল সুনীল যোশীর

বাংলাদেশের কোচ স্টিভ রোডস দায়িত্ব ছাড়ার পর এখনও স্থায়ী কোচ নিয়োগ হয়নি। দলের ম্যানেজার খালেদ মামুদ বাংলাদেশের অন্তর্বতীকালীন কোচ হিসাবে দায়িত্ব সামলাচ্ছেন। 

3/4

চাকরি গেল সুনীল যোশীর

চাকরি গেল সুনীল যোশীর

সুনীল যোশীর বদলে এবার বাংলাদেশের বোলিং কোচ হয়ে আসছেন নিউ জিল্যান্ডের কিংবদন্তি স্পিনার ড্যানিয়েল ভেত্তোরি। তবে তিনি এখনই দলের সঙ্গে যোগ দিতে পারবেন না। জানা যাচ্ছে, ভারত সফরের আগে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেবেন তিনি। ২০২০ টি-২০ বিশ্বকাপ পর্যন্ত ভেত্তোরিকে পাবেন শাকিবরা। যদিও ভেত্তোরি এখন আমেরিকায়। তিনি জানিয়ে দিয়েছেন, ১০০ দিনের বেশি বাংলাদেশ স্পিন বিভাগকে সময় দিতে পারবেন না। 

4/4

চাকরি গেল সুনীল যোশীর

চাকরি গেল সুনীল যোশীর

কোর্টনি ওয়ালশের বদলে বাংলাদেশ পেস বিভাগের কোচ হয়ে আসছেন দক্ষিণ আফ্রিকার চার্ল ল্যাঙ্গেভেল্ট। এর আগে দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান দলের বোলিং কোচ হিসাবে কাজ করেছেন ল্যাঙ্গেভেল্ট।