মৃত্যু থেকে বাঁচতে কন্ডোম সঙ্গে রেখে ধর্ষকদের সহযোগিতা করুন, বললেন পরিচালক
Dec 04, 2019, 18:34 PM IST
1/5
হায়দরাবাদ গণধর্ষণ কাণ্ড নিয়ে যখন গোটা দেশে জোর শোরগোল শুরু হয়েছে, সেই সময় বিতর্কিত মন্তব্য করলেন চলচিত্র পরিচালক ড্যানিয়েল শ্রবণ
2/5
নিজের ফেসবুক হ্যান্ডেলে এই চিত্র পরিচালক বলেন, খুন হওয়া থেকে নিজেকে বাঁচাতে সব সময় কন্ডোম সঙ্গ রাখুন মহিলারা
photos
TRENDING NOW
3/5
সঙ্গে কন্ডোম থাকলে অন্তত ধর্ষকের হাতে খুন হতে হয় না মহিলাদের। সেই কারণে পুলিসকে ফোন করে সাহায্য চাওয়ার আগে প্রত্যেক মহিলার উচিত নিজের নিরাপত্তার স্বার্থে কন্ডোম সঙ্গে রাখা। ধর্ষণ তেমন কোনও উল্লেখযোগ্য বিষয় নয় কিন্তু খুন একটি ভয়ঙ্কর অপরাধ বলেও মন্তব্য করেন শ্রবণ।
4/5
চলচিত্র পরিচালকের ওই মন্তব্যের পর থেকেই জোর সমালোচনা শুরু হয়ে যায়। অভিনেত্রী কুবরা সইত বলেন, ড্যানিয়েল শ্রবণ যেই হন না কেন, তাঁর মানসিক চিকিতসার প্রয়োজন
5/5
কুবরা সইতের পাশাপাশি দক্ষিণী গায়িকা চিন্ময়ী শ্রীপদাও শ্রবণের বিরুদ্ধে জোর সমালোচনা শুরু করেন। নোটেজেনদের তরফেও সমালোচনার ঝড় বয়ে যায়