Cyclone Remal Updates | Bengal Weather Update: ওডিশা, বাংলাদেশ, সুন্দরবন! ভয়ংকর ভাবে তছনছ হতে চলেছে দৈত্য 'রিমেল'র বন্য গতিতে?

Cyclone Remal Updates: শনিবার অতি গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে চলেছে বলে অনুমান আবহাওয়াবিদদের। তবে দিল্লির মৌসম ভবন বা আলিপুর আবহাওয়া দফতর এখনও রিমেলের ফর্মেশন বা ল্যান্ডফল সম্পর্কে কোনও অফিসিয়াল বিবৃতি দেয়নি।

May 23, 2024, 11:56 AM IST

অয়ন ঘোষাল: সকালের আবহাওয়ার আপডেটে বলা হয়েছিল, চেন্নাই উপকূলের দক্ষিণ-পশ্চিম দিকে, অন্ধ্র উপকূলের দক্ষিণ-পূর্ব দিকে, অবস্থানগত ভাবে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে বুধবার বেলা আড়াইটে নাগাদ তৈরি হওয়া নিম্নচাপ প্রায় একই জায়গায় অবস্থান করে ক্রমশ জলীয় বাষ্প সংগ্রহ করছে এবং নিজের শক্তি বাড়াচ্ছে। শুক্রবার সকাল ৮ টা নাগাদ এটি অতি গভীর নিম্নচাপে পরিণত হবে। শক্তি সংগ্রহ করতে-করতে এরপর এটি উত্তর-পূর্ব অর্থাৎ, মায়ানমার সাগরের দিকে এগোতে থাকবে। পরের দিন শনিবার ২৫ মে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে চলেছে বলে অনুমান ছিল আবহাওয়াবিদদের। তবে, সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, দিল্লির মৌসম ভবন বা আলিপুর আবহাওয়া দফতর রিমেলের ফর্মেশন বা ল্যান্ডফল সম্পর্কে এখনও কোনও অফিসিয়াল বিবৃতি দেয়নি। 

1/6

রবিবার ল্যান্ডফল

বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক আবহাওয়া গবেষণা মডিউল দাবি করছে, রবিবার ল্যান্ডফল করতে পারে 'রিমেল'। 

2/6

অভিমুখ পরিবর্তন

শনিবার ঘূর্ণিঝড় তৈরির পর প্রাথমিক ভাবে এর অভিমুখ মায়ানমার সাগর অর্থাৎ বাংলাদেশের খেপুপাড়া বা কক্সবাজারের দিকে থাকলেও পরবর্তী সময় এটি অভিমুখ পরিবর্তন করবে। 

3/6

ওড়িশা উপকূলে

এরপর এটি ওড়িশা উপকূলের দিকে এগোতে পারে। 

4/6

সুন্দরবনে

ওড়িশা থেকে বাংলাদেশের সুন্দরবন এলাকার মধ্যে যে কোনো একটি উপকূলে এটির সম্ভাব্য ল্যান্ডফল হতে পারে।

5/6

ঘণ্টাপাঁচেক আগে

নির্দিষ্ট করে কোথায় ল্যান্ডফল, তা নিয়ে আপডেট ঘণ্টাপাঁচেক আগে পাওয়া যাবে। 

6/6

মাঝারি শক্তির ঘূর্ণি

খুব শক্তিশালী ঘূর্ণিঝড় সম্ভবত হচ্ছে না রিমেল। মাঝারি শক্তির ঘূর্ণিঝড়ের ইঙ্গিত এখনও পর্যন্ত বেশি।