Cyclone Remal Update | NDRF: চারদিকে রিমালের ধ্বংসলীলার চিহ্ন! রাত থেকেই 'যুদ্ধ চালাচ্ছে' NDRF-ও...

NDRF rescue mission in Sagar: আজও দিনভর চলবে বৃষ্টি। উত্তর-পূর্ব দিকে এগোচ্ছে রিমাল।

| May 27, 2024, 08:12 AM IST
1/6

রিমাল বনাম NDRF

Cyclone Remal Update NDRF rescue mission

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: তাণ্ডব চালিয়েছে রিমাল। সাগরের চারদিকে যার ছাপ স্পষ্ট। উপড়ে পড়েছে গাছ। উড়ে গিয়েছে বাড়ির চাল। যুদ্ধকালীন তত্পরতায় দুর্গত এলাকায় পরিষেবা স্বাভাবিক করার চেষ্টায় এনডিআরএফ।  

2/6

রিমাল বনাম NDRF

Cyclone Remal Update NDRF rescue mission

গাছ পড়ে, বিদ্যুতের খুঁটি উপড়ে বন্ধ রাস্তা। ইলেকট্রিক করাত দিয়ে কেটে রাস্তা পরিষ্কার করতে ব্যস্ত এখন এনডিআরএফ। রাত থেকেই শুরু হয়ে গিয়েছে কাজ।  

3/6

রিমাল বনাম NDRF

Cyclone Remal Update NDRF rescue mission

দিঘা উপকূলের থেকে দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন এলাকায় রিমালের প্রভাব পড়েছে বেশি। বাংলাদেশের খেপুপাড়া ও সাগর আইল্যান্ডের মাঝে মোংলা বন্দরের কাছে ঘণ্টায় ১৩৫ কিমি বেগে ল্যান্ডফল করে শক্তিশালী ঘূর্ণিঝড় রিমাল।   

4/6

রিমাল বনাম NDRF

Cyclone Remal Update NDRF rescue mission

রিমালের দাপটে সুন্দরবন জুড়ে এখনও চলছে ব্যাপক ঝড়বৃষ্টি। রবিবার সকাল থেকেই কুলতলি ব্লক জুড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন। রাতে ঝড়ের দাপটে বেশ কিছু জায়গায় বিদ্যুতের খুঁটি ভেঙে গিয়েছে।   

5/6

রিমাল বনাম NDRF

Cyclone Remal Update NDRF rescue mission

যার জেরে এখনই বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হওয়ার কোনও সম্ভাবনা নেই। তবে প্রাণহানির খবর এখনও সেই ভাবে আসেনি। রাতের বিপদ কেটে দিনের আলো ফোটার সঙ্গে সঙ্গে ফ্লাড সেন্টারে থাকা মানুষজন নিজের নিজের ঘরের উদ্দেশে রওনা দিয়েছে।  

6/6

রিমাল বনাম NDRF

Cyclone Remal Update NDRF rescue mission

ল্যান্ডফলের পর শক্তিক্ষয় করে এখন ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে রিমাল। মোট ২ ঘণ্টা সময় ধরে চলে ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল প্রক্রিয়া।