Bengal Weather Update | Cyclone Remal: রাক্ষসের মতো অট্টহাস্য করতে-করতে এগিয়ে আসছে 'রিমাল'! সাগরদ্বীপের ঘাড়ের কাছে ফুঁসছে ঝড়, নিস্তার নেই বাংলার?
Cyclone Remal Update: সকালের আবহাওয়ায় বলা হয়েছিল, রবিবার ২৬ মে দুই ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায় সম্ভাব্য সর্বোচ্চ ১২০ থেকে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হবে। সঙ্গে ৭০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝোড়ে হাওয়া। ল্যান্ডফলের সময়ে ঝড়ের গতিবেগ অনেকটা বাড়তে পারে।
অয়ন ঘোষাল: সকালের আবহাওয়ায় বলা হয়েছিল, রবিবার ২৬ মে দুই ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায় সম্ভাব্য সর্বোচ্চ ১২০ থেকে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হবে। সঙ্গে ৭০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝোড়ে হাওয়া। ল্যান্ডফলের সময়ে ঝড়ের গতিবেগ অনেকটা বাড়তে পারে। রবিবার কলকাতা এবং হাওড়া জেলায় ৭০ থেকে ১১০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি এবং ৬০ থেকে ৭০ কিলোমিটার বেগে ঝড়। সেদিন হুগলি, নদিয়া, পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব বর্ধমান জেলায় ৭০ থেকে ১১০ মিলিমিটার বৃষ্টি এবং ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া।